বেনজেমার রিয়ালে ফেরার গুঞ্জনে মুখ খুললেন আনচেলত্তি
করিম বেনজেমা সৌদি আরব ছাড়তে চান গত কিছুদিন ধরেই এনিয়ে গুঞ্জন চলছে। এই গুঞ্জন ভারি করেছিল এএফপি। বার্তা সংস্থাটি দাবি করেছিল, ‘অস্থায়ীভাবে’ বেনজেমা সৌদি ক্লাব আল ইত্তিহাদ ছাড়তে চান।
প্রতিবেদনে বলা হয়েছিল ইত্তিহাদ সৌদি প্রো লিগেরই অন্য একটি ক্লাবে ধারে যাওয়ার জন্য বেনজেমাকে প্রস্তাব দিলেও ফরাসি তারকা তা প্রত্যাখ্যান করেন। তখন অনেকেই দুয়ে দুয়ে চার মিলিয়ে নিয়েছিলেন।
এছাড়া এমন গুঞ্জনও শুরু হয়েছিল, বেনজেমা সম্ভবত ইউরোপে ফিরতে চান । স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছিল, বেনজেমাকে রিয়ালে ফেরাতে কোচ কার্লো আনচেলত্তি ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে অনুরোধ করেছেন। তবে এমন খবর খোদ আনচেলত্তিই উড়িয়ে দিলেন।
এর আগে ৩৬ বছর বয়সী বেনজেমা ১৪ বছর রিয়ালে কাটিয়ে গত বছর জুনে যোগ দেন আল ইত্তিহাদে। কিন্তু চলতি মাসে খবর বের হয়, ২০২২ ব্যালন ডি’অরজয়ী তারকা সৌদি আরব ছাড়তে চান।
গতকাল সংবাদ সম্মেলনে রিয়াল কোচ আনচেলত্তির কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি বেনজেমাকে ফেরাতে পেরেজকে অনুরোধ করেছেন কি না? জবাবে আনচেলত্তি বলেছেন, ‘এটা মিথ্যা। ক্লাবের সঙ্গে আমরা এ বিষয়ে কথা বলিনি।’
এদিকে বেনজেমা নিজেও সৌদি ছাড়তে চাওয়ার গুঞ্জন অস্বীকার করেছেন। গত বুধবার ফরাসি সংবাদমাধ্যম লেকিপ এ নিয়ে ফ্রান্সের সাবেক স্ট্রাইকারের মন্তব্য প্রকাশ করে, ‘এটা পুরোপুরি মিথ্যা। কী আবিষ্কার করতে হবে, ফরাসি সংবাদমাধ্যম এখন আর তা জানে না। যত বড় (গুঞ্জন) হবে, তত ভালো।’