ব্যর্থতার জন্য ‘মন অন্য দিকে থাকা’ খেলোয়াড়দের দুষলেন হাফিজ

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারী ২০২৪, ১৩:৪১
শেয়ার :
ব্যর্থতার জন্য ‘মন অন্য দিকে থাকা’ খেলোয়াড়দের দুষলেন হাফিজ

মিকি আর্থার ও ব্র্যাডবার্নকে সরিয়ে দেওয়ার পর পাকিস্তানের টিম ডিরেক্টর ও হেড কোচের দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ হাফিজকে। এই দুই দায়িত্বে হাফিজের প্রথমদিকের কাজ ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। তবে দুই সিরিজেই চরম ব্যর্থ পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে হারার পর নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে ৪-১ ব্যবধানে। 

চরম এই ব্যর্থতার দায় পাকিস্তান দলের খেলোয়াড়দের ওপরই চাপালেন হাফিজ। গতকাল বৃহস্পতিবার পিসিবি চেয়ারম্যান শাহ খাওয়ারের সঙ্গে সাক্ষাৎ করে হাফিজ অভিযোগ জানিয়ে আসলেন, খেলায় মন ছিল না পাকিস্তানের ক্রিকেটারদের। তাদের মন পড়ে থাকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকে।  

বিপিএলসহ বর্তমানে বিশ্বজুড়ে বেশ কয়েকটি ফ্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলছে। এর মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) আছে আরব আমিরাতের প্রিমিয়ার লিগ আইএল টি-টোয়েন্টি ও দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি লিগও। পাকিস্তানের অনেক ক্রিকেটার খেলছেন এসব টুর্নামেন্টে। 

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করেই বিপিএলের উদ্দেশে উড়াল দেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। বাবর রংপুর রাইডার্সের হয়ে আর রিজওয়ান খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। আর পাকিস্তান অধিনায়ক শাহীন আফ্রিদি উড়াল দিয়েছে আইএল টি-টোয়েন্টি খেলার জন্য। অনাপত্তিপত্র পাওয়া সাইম আইয়ুবও এসেছেন বিপিএল খেলতে।