বশির ভারতের ভিসা পেলেও ক্ষুদ্ধ ইংলিশরা

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারী ২০২৪, ১২:৫৯
শেয়ার :
বশির ভারতের ভিসা পেলেও ক্ষুদ্ধ ইংলিশরা

ভারত সফরে ইংল্যান্ডের টেস্ট দলে জায়গা পেলেও প্রথম ম্যাচে খেলা হয়নি তরুণ লেগ স্পিনার শোয়েব বশিরের। ভিসা পেতে দেরি হওয়ায় ভারতে যেতে পারেননি তিনি। আবুধাবিতে অনুশীলন ক্যাম্প থেকেই ফিরে গেছেন ইংল্যান্ডে। যদিও শেষ পর্যন্ত তার ভিসার কাজ শেষ হয়েছে। কয়েকদিনের মধ্যেই ইংল্যান্ড দলে যোগ দেবেন বশির। 

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) জানায়, ‘শোয়েব বশির তার ভিসা পেয়েছে এবং এই সপ্তাহের শেষেই (ভারতে সাপ্তাহিক ছুটি রবিবার) ভারতে দলের সঙ্গে যোগ দিতে পারবে। আমরা আনন্দিত যে সমস্যাটির সমাধান হয়েছে।’

২০ বছর বয়সী শোয়েব বশিরের পরিবার পাকিস্তান বংশোদ্ভূত। পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক বৈরিতা থাকায় সেই দেশের বংশোদ্ভূত কেউ অন্য দেশের নাগরিক হলেও ভিসা নিয়ে জটিলতা হয়। 

তবে এ ঘটনায় ক্ষোভ কমাতে পারছেন না ইংলিশরা। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড লয়েড তো চেয়েছিলেন, বশিরের ভিসা পাওয়ার আগে যেন সিরিজটিই স্থগিত থাকে। স্টোকস গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আবুধাবিতে যখন আমি প্রথম সংবাদটি পাই, আমি বলেছিলাম ব্যাশ (বশির) ভিসা পাওয়ার আগে আমাদের উচিত হবে ভারতের উদ্দেশে রওনা না দেওয়া।’

নাম প্রকাশ না করা ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, পাকিস্তানি বংশোদ্ভূত কারো ভারতের ভিসা পেতে দেরি হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। 

তিনি বলেন, ‘এই ঘটনাটি একান্তই শোয়েব বশির ও ভারত সরকারের। কিন্তু আমরা অবশ্যই চাই ভারত যেন ভিসা প্রক্রিয়ায় ব্রিটিশ নাগরিকদের ভালো চোখে দেখে। আমরা আগেও লন্ডনে ভারতীয় হাইকমিশনের কাছে ভিসার জন্য আবেদন কাজে পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের সমস্যাগুলি উত্থাপন করেছি।’

কয়েকদিনের মধ্যে বশিরকে পাবেন বলে আশাবাদ স্টোকসেরও, ‘আশা করছি, এই সপ্তাহের শেষেই বশিরকে আমরা ভারতে দেখতে পাচ্ছি। তবে (ভিসা প্রক্রিয়া নিয়ে) আমাদের মনোভব এখনো পরিবর্তন হয়নি। এটি অবশ্যই হতাশাজনক।’