নতুন বিয়ের পর শোয়েব মালিকের উদ্দেশে যা বললেন আফ্রিদি
মাঠের নয়, বাইরের ঘটনা দিয়েই এখন আলোচনায় পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। যার শুরু হয়, পাকিস্তানের অভিনেত্রী সানা খানকে বিয়ের কথা শোয়েব যখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন। সানিয়া মির্জার সঙ্গে শোয়েবের বিচ্ছেদের জল্পনার মাঝেই এমন বিয়ের খবরে শুরু হয় তোলপাড়। যদিও পরে এক বিবৃতিতে সানিয়ার পরিবার জানায়, শোয়েবের সঙ্গে কয়েক মাস আগেই বিচ্ছেদ হয়েছে এই টেনিস তারকার।
যদিও সানিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদে বেশিরভাগ মানুষই খুশি হতে পারেননি। এর মধ্যে ছিলেন খোদ শোয়েব মালিকের পরিবারও। বিয়েতে উপস্থিত ছিলেন না পাকিস্তানি এই ক্রিকেটারের পরিবারের কেউই। সতীর্থ বা অন্য ক্রিকেটারদেরও তেমন দেখা যায়নি শোয়েবকে অভিনন্দন জানাতে।
তবে শোয়েবের নতুন বিবাহের পর অভিনন্দন জানিয়েছেন এক সময়ের সতীর্থ শহীদ আফ্রিদি। একটি অনুষ্ঠানে সামা টিভিকে আফ্রিদি বলেন, ‘শোয়েব মালিককে অনেক অভিনন্দন। আশা করছি, বর্তমান স্ত্রীর সঙ্গে আল্লাহ তাকে আজীবন খুশি রাখবেন।’
আরও পড়ুন: স্বামীকে লুকিয়ে ৩ বছর ধরে শোয়েবের সঙ্গে প্রেম করেছেন সানা!
এদিকে, সামা টিভিরই একটি পডকাস্টে চাঞ্চল্যকর কিছু তথ্য তুলে ধরেন নাইম হানিফ নামে পাকিস্তানের এক সাংবাদিক। হানিফ জানিয়েছেন, প্রথমে একটি ‘টিভি শো’তে পরিচয় হয় সানা ও শোয়েবের। এরপর থেকে মাঝে-মধ্যেই দেখা সাক্ষাৎ হতো তাদের। ৩ বছর ধরেই লুকিয়ে প্রেম করছেন তারা।
এমনকি শোয়েব নাকি সেই শো’তে আসার জন্য এমন শর্তও দিয়েছিলেন যে, তাকে আমন্ত্রণ জানানো হলে যেন সানাকেও অতিথি করা হয়, তাহলেই তিনি আসবেন। কিন্তু তখন বিষয়টি নিয়ে কোনো গুঞ্জন ওঠেনি। কারণ, সানা তখন উমাইর জয়সওয়ালের স্ত্রী। তাদেরকে ভালো বন্ধু বলেই ধরে নিয়েছিল চ্যানেল কর্তৃপক্ষ।