আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সের লড়াইয়ে টিকে রইল বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হারার পর আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল অনেকটাই বাঁচা-মরার। চ্যালেঞ্জিং এমন ম্যাচে সফল বাংলাদেশের যুবারা। আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সুপার সিক্সে ওঠার লড়াইয়ে ভালোভাবেই টিকে রইল মাহফুজুর রহমান রাব্বির দল।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান করে আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে ১৯ বল ও ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় টাইগার যুবারা।
দেখতে সহজ জয় মনে হলেও লড়াইটা বেশ কঠিনই ছিল। ২৩৬ রানের জবাবে একপর্যায়ে বিনা উইকেটে ৯০ রান ছিল বাংলাদেশের। কিন্তু ১৩০ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে হঠাৎ বিপদে পড়ে যুবা টাইগাররা। তবে পঞ্চম উইকেটে অসামান্য দৃঢ়তা দেখান আহরার আমিন ও মোহাম্মদ শিহাব জেমস। ১০৯ রানের অপরাজিত জুটি গড়ে দলকে এনে দেন গুরুত্বপূর্ণ জয়। শেষ পর্যন্ত আহরার ৪৫ রানে ও শিহাব ৫৫ রানে অপরাজিত থাকেন।
এশিয়া কাপে দুর্দান্ত ব্যাট করা আশিকুর রহমান শিবলি এই ম্যাচেও মন্দ করেননি। ৬০ বলে ৪৪ রানের ইনিংস খেলেছেন এই ওপেনার। ৩৬ রান এসেছে আরেক ব্যাটার আদিল বিন সিদ্দিকের ব্যাটে।
এর আগে প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ২৩৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় আয়ারল্যান্ড। টস জিতে বোলিং বেছে নেওয়া বাংলাদেশ এদিন ১০০ রানের আগেই আয়ারল্যান্ডের ৪ উইকেট তুলে নেয়। দুই উইকেট নেন শেখ পারভেজ জীবন, একটি করে উইকেট মারুফ মৃধা ও রাফিউজ্জামান রাফির। তবে প্রতিরোধ গড়ে তোলেন চারে নামা আইরিশ ব্যাটার কিয়ান হিল্টন। একপাশ আগলে রেখে ছোট ছোট জুটি গড়ে দলকে এগিয়ে নিতে থাকেন।
ইনিংসের সবচেয়ে বড় জুটি আসে পঞ্চম উইকেটে। স্কট ম্যাকবেথকে (২৭) নিয়ে ৮১ রানের জুটি গড়েন হিল্টন। ২১৯ রানের মাথায় ষষ্ঠ ব্যাটার হিসেবে হিল্টন ফেরেন ৯০ রান করে। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান করতে সক্ষম হয় আয়ারল্যান্ড।
বাংলাদেশের হয়ে ইনিংসে দুইটি করে উইকেট নেন মারুফ ও জীবন। একটি করে উইকেট শিকার করেন রোহানাত দৌলাহ বর্ষন, রাফি ও অধিনায়ক রাব্বি। এর মধ্যে রাব্বি ৯ ওভারে মাত্র ২৭ রান দেন।
ছোটদের এই বিশ্বকাপে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে ভারত ছাড়াও আছে আয়ারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র। দুই ম্যাচ খেলা বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে আছে তালিকার তিনে। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারানো আয়ারল্যান্ড এই ম্যাচে হারলেও সমান পয়েন্ট নিয়ে আছে তালিকার দুইয়ে। রান রেটে এগিয়ে তারা। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারানো ভারত আছে সবার ওপরে।