বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল আইরিশরা
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের হারার পর গ্রুপের বাকি দুই ম্যাচ বাংলাদেশের জন্য অনেকটাই বাঁচা-মরার। আয়ারল্যান্ডের বিপক্ষে সেই ব্যাপারটি মাথায় নিয়েই মাঠে নামে টাইগাররা। তবে অল্প রানে আইরিশদের আটকে রাখতে পারেনি মাহফুজুর রহমান রাব্বির দল। প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ২৩৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিল আয়ারল্যান্ড।
টস জিতে বোলিং বেছে নেওয়া বাংলাদেশ এদিন ১০০ রানের আগেই আয়ারল্যান্ডের ৪ উইকেট তুলে নেয়। দুই উইকেট নেন শেখ পারভেজ জীবন, একটি করে উইকেট মারুফ মৃধা ও রাফিউজ্জামান রাফির। তবে প্রতিরোধ গড়ে তোলেন চারে নামা আইরিশ ব্যাটার কিয়ান হিল্টন। একপাশ আগলে রেখে ছোট ছোট জুটি গড়ে দলকে এগিয়ে নিতে থাকেন।
ইনিংসের সবচেয়ে বড় জুটি আসে পঞ্চম উইকেটে। স্কট ম্যাকবেথকে (২৭) নিয়ে ৮১ রানের জুটি গড়েন হিল্টন। ২১৯ রানের মাথায় ষষ্ঠ ব্যাটার হিসেবে হিল্টন ফেরেন ৯০ রান করে। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান করতে সক্ষম হয় আয়ারল্যান্ড।
বাংলাদেশের হয়ে ইনিংসে দুইটি করে উইকেট নেন মারুফ ও জীবন। একটি করে উইকেট শিকার করেন রোহানাত দৌলাহ বর্ষন, রাফি ও অধিনায়ক রাব্বি। এর মধ্যে রাব্বি ৯ ওভারে মাত্র ২৭ রান দেন।