নুনেস-জটার জোড়া গোলে শীর্ষস্থান মজবুত লিভারপুলের
ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথকে ৪-০ গোলে উড়িয়ে দিল লিভারপুল। দলের হয়ে জোড়া গোল করেন দারউইন নুনেস ও দিয়োগো জটা। তবে ম্যাচের ৪টি গোলই অলরেডরা দ্বিতীয়ার্ধে দেয়। আর সহজ এই জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
প্রতিপক্ষের মাঠে এদিন প্রথমার্ধে কিছুটা অগোছালো ফুটবল খেলে লিভারপুল। তবে বিরতির পর দ্রুতই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় দলটি। ৪৯তম মিনিটে মাঝমাঠে প্রতিপক্ষের থেকে বল কেড়ে নিয়ে লম্বা ক্রস দিয়ে ওই আক্রমণের শুরু। এরপর কার্টিস জোন্স ও জটার ওয়ান-টাচ পাসে বল ডি-বক্সে পেয়ে ঠাণ্ডা মাথায় কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন নুনেস।
খেলার ৭০তম মিনিটে ব্যবধান বাড়ানো গোলের সঙ্গেও জড়িয়ে আছে নুনেসের নাম। বোর্নমাউথের সীমানায় তাদের একজনের থেকে বল কেড়ে নেন তিনি, অবশ্য নুনেসও পারেননি নিয়ন্ত্রণে নিতে। সেই সময় ছুটে গিয়ে বল ধরে কোডি হাকপো বাড়ান জটাকে। কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন জটা।
৭৯তম মিনিটে বোর্নমাউথের ঘুরে দাঁড়ানোর আশা প্রায় শেষ হয়ে যায়। ডান দিক থেকে কনর ব্র্যাডলির পাস ডি-বক্সে পেয়ে শট নেন জটা, বল প্রতিপক্ষের একজনের পিঠে বাধা পায়। তবে ঠাণ্ডা মাথায় ফিরতি বল কোনাকুনি শটে জালে জড়াতে আর ভুল করেননি পর্তুগিজ ফরোয়ার্ড।
এরপর আট মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন নুনেস। ডান দিক থেকে সতীর্থের ক্রস ছয় গজ বক্সে পেয়ে কার্যকর টোকায় আসরে নিজের সপ্তম গোলটি করেন উরুগুয়ের এই ফরোয়ার্ড।
লিগে টানা তিন ম্যাচ জিতল লিভারপুল। শিরোপা পুনরুদ্ধারের অভিযানে সেই সেপ্টেম্বরের পর আর হারেনি ২০১৯-২০ মৌসুমে সবশেষ লিগ চ্যাম্পিয়ন হওয়া দলটি।
লিভারপুলের ২১ ম্যাচে ১৪ জয় ও ৬ ড্রয়ে ৪৮ পয়েন্ট হলো। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৪৩ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তাদের সমান পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আর্সেনাল ও অ্যাস্টন ভিলা। এই দুই দল অবশ্য ২১টি করে ম্যাচ খেলেছে। ২০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে বোর্নমাউথ।