শুক্র ও শনিবার বিএনপির কালো পতাকা মিছিল

নিজস্ব প্রতিবেদক
২২ জানুয়ারী ২০২৪, ০০:০০
শেয়ার :
শুক্র ও শনিবার বিএনপির কালো পতাকা মিছিল

নিত্যপণ্যের চড়া দাম, কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি এবং ‘অবৈধ সংসদ বাতিল’সহ এক দফা দাবিতে দুই দিন কালো পতাকা মিছিল করবে বিএনপি। আগামী ২৬ জানুয়ারি শুক্রবার প্রথম দিন মিছিল হবে জেলা সদরে। পরের দিন (২৭ জানুয়ারি) হবে সব মহানগরে।

গতকাল রবিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দ্বাদশ সংসদ নির্বাচনের পর এটাই হবে বিএনপির প্রথম কর্মসূচি। একই কর্মসূচি পালন করবে যুগপৎ আন্দোলনের অন্যান্য রাজনৈতিক দল ও জোট।

গত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটি সব বিভাগে সমাবেশ করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়। পরে এ নিয়ে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে ভার্চুয়ালি আলাপ করেন স্থায়ী কমিটির দুই নেতা। জেলা ও মহানগর নেতারা এ মুহূর্তে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করার বাস্তবতা নেই বলে জানান। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে কালো পতাকা মিছিল করার সিদ্ধান্ত নেয় স্থায়ী কমিটি। 

যুগপৎ আন্দোলনে যুক্ত এলডিপি জানিয়েছে, আগামী ২৬ ও ২৭ জানুয়ারি তারাও কালো পতাকা মিছিল করবে। গতকাল এক বিবৃতিতে দলের প্রেসিডেন্ট ড. কর্নেল (অব) অলি আহমেদ বীরবিক্রম বলেন, ‘এ দেশ আমাদের সবার, কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। ঐক্যবদ্ধ হন, দেশকে বাঁচান।’

২৬ ও ২৭ জানুয়ারি কালো পতাকা মিছিল করবে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।