দলে সুযোগ না পাওয়া পুজারার অনবদ্য রেকর্ড
বেশ কয়েকটি সিরিজ ধরেই ভারতের জাতীয় টেস্ট দলে সুযোগ হচ্ছে না চেতেশ্বর পুজারার। ঘরের মাঠে আসন্ন ইংল্যান্ড সিরিজের দলেও নেই টেস্টে একসময়ের নিয়মিত এই মুখ। তবে সময়কে ঠিকই কাজে লাগাচ্ছেন এই তারকা। খেলছেন ভারতের ঘরোয়া প্রথম শ্রেনির লিগ রঞ্জি ট্রফিতে। সেখানেই দারুণ এক রেকর্ড গড়লেন পুজারা।
নাগপুরে পুজারার দল সৌরাষ্ট্র ভিদর্ভের বিরুদ্ধে ২৩৮ রানে জিতেছে। ম্যাচে প্রথম ইনিংসে ৪৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৬৬ রান করেন পুজারা। এর মাধ্যমে প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ হাজার রান পূর্ণ করেছেন তিনি। প্রথম শ্রেণিতে ২০ হাজার রানের ক্লাবে প্রবেশ করা চতুর্থ ভারতীয় ব্যাটার হলেন পুজারা।
এখন ২৬০টি প্রথম শ্রেণির ম্যাচে পুজারার রান ২০ হাজার ১৩। ৬১টি সেঞ্চুরি ও ৭৮ ফিফটিসহ ৫১.৯৮ রান গড়ে রানগুলো করেছেন তিনি। লাল বলে তার সর্বোচ্চ সংগ্রহ ৩৫২ রানের।
২০ হাজারি তালিকায় ভারতীয় অন্য ক্রিকেটারদের মধ্যে আছেন রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার ও সুনীল গাভাস্কার। ‘দ্য ওয়াল’ হিসেবে পরিচিত ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড় ২৩ হাজার ৭৯৪ রান নিয়ে তালিকায় তৃতীয়। দুইয়ে ব্যাটিং ঈশ্বর শচীন। ২৫ হাজার ৩৯৬ রান করেছেন তিনি। সবার ওপরে কিংবদন্তি ওপেনার সুনীল গাভাস্কার। সাদা বলে ২৫ হাজার ৮৯৬ রান আছে তার।
ভারতীয় জাতীয় দলের হয়ে ১০৩টি টেস্ট খেলেছেন পুজারা। আন্তর্জাতিক টেস্টে ৪৩.৬০ গড়ে ৭ হাজার ১৯৫ রান করেছেন তিনি। ১৭৬ ইনিংসে ১৯টি সেঞ্চুরির সঙ্গে আছে ৩৫টি ফিফটিও। সর্বোচ্চ স্কোর ২০৬*।
গত বছরের জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন পুজারা। যুক্তরাজ্যে অনুষ্ঠিত সেই ম্যাচটি ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তার পর থেকে আর দলে সুযোগ হয়নি দীর্ঘ সংস্করণে বিশেষজ্ঞ এই টপ অর্ডার ব্যাটারের।