শোয়েব মালিকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সানার প্রাক্তন স্বামীর!
সানা জাভেদকে বিয়ে করে বেশ আলোচনার জন্ম দিয়েছেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। ঘটনার আকস্মিকতায় উঠে এসেছে বেশ কিছু প্রশ্ন। পাকিস্তানি অভিনেত্রী সানার সঙ্গে শোয়েবের কবে থেকে, কীভাবে সম্পর্ক সেসব নিয়ে কৌতুহল সৃষ্টি হওয়ার পর বের হয়েছে উত্তরও। এবার জানা গেল আরও একটি চাঞ্চল্যকর তথ্য। বর্তমান স্ত্রী সানার প্রাক্তন স্বামীর সঙ্গেও ভালো সম্পর্ক ছিল শোয়েবের।
বলে রাখা ভালো, সানা শোয়েবের তৃতীয় স্ত্রী। আর শোয়েব সানার দ্বিতীয় স্বামী। এর আগে পাকিস্তানের জনপ্রিয় গায়ক উমাইর জয়সওয়ালকে বিয়ে করেছিলেন সানা।
হিন্দুস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ২৫ মার্চ সানার জন্মদিনে শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন শোয়েব। অর্থাৎ, সানা-শোয়েবের বন্ধুত্ব আরও আগে থেকেই ছিল। কিন্তু চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, ইনস্টাগ্রামে দেওয়া সেই স্টোরিতে শোয়েব ট্যাগ করেছিলেন উমারইরকে। যা প্রমাণ করে, শুধু সানাই নয়, তার তৎকালীন স্বামী উমাইরের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল শোয়েবের।
প্রসঙ্গত, গত পরশু বাংলাদেশ প্রিমিয়ার খেলতে বাংলাদেশে এসেছেন শোয়েব মালিক। বাংলাদেশে বসেই গতকাল শনিবার তৃতীয় বিয়ের খবর দেন পাকিস্তানের এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন স্ত্রীর দুইটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেন শোয়েব।
নতুন বিয়ের খবর প্রকাশের পর জানা গেছে, টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে আগেই বিচ্ছেদ হয়েছে শোয়েবের। বিষয়টি নিয়ে জানিয়েছেন সানিয়ার বাবা ইমরান মির্জা স্বয়ং। তিনি জানিয়েছেন, শরিয়ত আইন অনুযায়ী সানিয়া আগেই শোয়েবকে ‘খুলা’ (তালাক) দিয়েছিলেন।
২০১০ সালের ১২ এপ্রিল হায়দ্রাবাদে বিয়ে করেছিলেন সানিয়া এবং শোয়েব। ২০১৮ সালে পুত্রসন্তানের জন্ম দেন সানিয়া। ছেলের নাম রাখেন ইজহান। কিন্তু ২০২২ সাল থেকে সানিয়া এবং শোয়েবের সম্পর্কের জটিলতা শুরু হয়। এরপরই গতকাল আসে শোয়েবের নতুন বিয়ের খবর।