‘ব্যক্তিগত কারণে’ ভারত সফর থেকে সরে গেলেন ইংলিশ তারকা

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারী ২০২৪, ১৬:৫০
শেয়ার :
‘ব্যক্তিগত কারণে’ ভারত সফর থেকে সরে গেলেন ইংলিশ তারকা

ভারতের বিপক্ষে আসন্ন ৫ ম্যাচের টেস্ট সিরিজে খেলবেন না ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটার হ্যারি ব্রুক। ইংল্যান্ড ছাড়লেও ব্যক্তিগত কারণে আবারও দেশে প্রত্যাবর্তন করবেন তিনি। আজ রবিবার বিষয়টি জানায় ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড ইসিবি। 

আগামী ২৫ জানুয়ারি হায়দ্রাবাদ টেস্ট দিয়ে শুরু হচ্ছে ৫ ম্যাচের এই সিরিজ। ব্রুকের জায়গায় দলে কে ঢুকবেন সেটি শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। 

সিরিজ শুরুর আগে আবুধাবিতে প্রস্তুতি ক্যাম্পে দলের সঙ্গে এসেছিলেন ব্রুক। ইসিবি তাদের বিবৃতিতে বলেছে, ‘ভারত সফরের জন্য ইংল্যান্ড দল থেকে ব্যক্তিগত কারণে বাড়ি ফিরছেন হ্যারি ব্রুক। ভারতে যাচ্ছেন না তিনি। ব্রুকের পরিবার এই সময়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছেন। এই ব্যাপারে ইসিবি এবং পরিবার (ব্রুকের) মিডিয়া ও ভক্তদের অনুরোধ করেছেন, তাদের গোপনীয়তার প্রতি সম্মান দেখাতে এবং ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে।’

২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হয় ব্রুকের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালে গত বছরের জুলাইতে সর্বশেষ এই সংস্করণে খেলেন তিনি। ২৪ বছর বয়সী এই ব্যাটার এখনো পর্যন্ত ১২ ম্যাচ খেলে করেছেন ১ হাজার ১৮১। ৪টি শতক ও ৭টি অর্ধশতকসহ ৬১ গড়ে এই রান করেছেন তিনি।