বাঘায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজশাহীর বাঘায় মিথিলা খাতুন (১৭) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে পৌরসভা নিজ বাড়ির শোবার ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাঘা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর মিলিক বাঘা গ্রামের মেহেদী হাসানের মেয়ে মিথিলা। সে রাজশাহীর একটি কলেজে পড়াশোনা করতো।
স্থানীয়রা জানান, মিথিলার মা-বাবা দুজনই বাইরে থাকেন। রাত ১০টার দিকে তার খালা খাবারের জন্য অনেক ডাকাডাকি করেন। কিন্তু ঘরের দরজা ভেতর থেকে লাগানো অবস্থায় পান। ফলে সন্দেহ হলে প্রতিবেশীদের মাধ্যমে ৯৯৯-এ কল দিয়ে তারা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে বাঘা থানা পুলিশ তাদের বাসায় পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় ফ্যানের সঙ্গে মিথিলাকে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখে পুলিশ।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য আজ রবিবার সকালে রামেক হাসপাতালে ফরেনসিক বিভাগে পাঠান হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামা দায়ের করা হবে।