হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ভারতের কাছে ৮৪ রানের বড় ব্যবধানে হেরে আসর শুরু করেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করা ভারতীয় যুবারা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করে। জবাবে ৪৫.৫ ওভারে ১৬৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
আজ শনিবার দক্ষিণ আফ্রিকার ব্লোয়েমফনটেইনে ‘এ’ গ্রুপের ম্যাচে খেলে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।
ভারতের ব্যাটিংয়ে এদিন ত্রাস ছিলেন বাঁহাতি বাংলাদেশি পেসার মারুফ মৃধা। তিনি শুরুতে ওপেনার আরশিন কুলকার্নি ও মুশের খানকে দ্রুত ফেরান। তবে তৃতীয় উইকেট জুটিতে বড় পার্টনারশিপ গড়েন আরেক ওপেনার আদর্শ সিং ও অধিনায়ক উদয় সাহারান। অবশেষে চৌধুর মোহাম্মদ রিজওয়ান এই জুটি ভাঙেন। তিনি ৯৬ বলে ৭৬ রান করা আদর্শকে ফেরান।
বাংলাদেশ দলনেতা বিদায় করেন ভারত দলনেতাকে। উদয় ৯৪ বলে ৬৪ রান করেন। এরপর পিয়ানুশ মোলিয়া ও আরভেলি অভিনাষ ২৩ এবং শচীন ধাসের অপরিাজত ২৬ রানে দলীয় আড়াইশ পার করতে পারে ভারত।
বাংলাদেশ বোলারদের মধ্যে মৃধা ৫টি উইকেট দলখ করেন। রিজওয়ান ও রাব্বি একটি করে উইকেট পান।
২৫২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও ১২ রানের ব্যবধানে টপঅর্ডারের ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৬.৫ ওভারে ৩৮ রান তোলেন দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও জিশান আলম। কিন্তু দুজনেই ১৪ রানে ফেরেন। রিজওয়ানকে শূন্য রানে বোল্ড করে দ্বিতীয় উইকেট তুলে নেন সৌমি পান্ডে।
তবে পঞ্চম উইকেট জুটিতে ৭৭ রানের জুটি গড়ে বাংলাদেশকে স্বপ্ন দেখান আরিফুল ইসলাম ও মোহাম্মদ শিহাব জেমস। কিন্তু মুশের খানের শিকারে দুজনেই ফিরলে সেই স্বপ্ন ভেঙে যায়। আরিফুল ৭ বলে ৪১ ও জেমস ৭৭ বলে ৫৪ রানে থামেন।
ভারতীয় বোলার সৌমি পান্ডে সর্বোচ্চ ৪টি উইকেট পান।
আগামী ২২ জানুয়ারি একই ভেন্যুতে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগার যুবারা।