‘বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শক্তিশালী থেকে আরও শক্তিশালী হচ্ছে’
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শক্তিশালী থেকে আরও শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ শনিবার উগান্ডার রাজধানী কাম্পালায় চলমান ১৯তম জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) শীর্ষ সম্মেলনের সাইড লাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় জয়শঙ্কর বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি আনন্দিত। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় তিনি ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানান।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক শক্তিশালী থেকে আরও শক্তিশালী হচ্ছে। খুব শিগগিরই দিল্লিতে হাছান মাহমুদকে দিল্লিতে স্বাগত জানানোর আগ্রহের কথা জানান তিনি।
আরও পড়ুন:
‘হামাসকে ধ্বংস করা যাবে না’
আগামী মাসের ৭ তারিখে প্রথম দ্বিপক্ষীয় সফরে দিল্লি যাবেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এদিকে, আজ ন্যাম শীর্ষ সম্মেলনে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। তিনি রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে সংশ্লিষ্টদের প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান জানিয়েছেন। ন্যাম সম্মেলনে বক্তব্য দেওয়ার পাশাপাশি সাইড লাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে, নেপালের পররাষ্ট্রমন্ত্রী নারায়ণ প্রকাশ সৌদ, বতসোয়ানার পররাষ্ট্রমন্ত্রী লেমোগাং কোয়াপে এবং বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই আলেইনিকও’র সঙ্গে বৈঠক করেছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার