শোয়েব মালিকের তৃতীয় স্ত্রী কে এই সানা জাভেদ?
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদকে নতুন জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন শোয়েব। আজ শনিবার বিয়ের ছবি প্রকাশ করেন এই ক্রিকেটার।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নতুন বউয়ের ছবি দিয়ে শোয়েব লিখেন, ‘আলহামদুলিল্লাহ’। ধর্মীয় বাণীও শেয়ার করেছেন, ‘আর আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি।’ এমনকি সানা ইনস্টাগ্রামে নিচের অংশে নিজের নামও দিয়েছেন ‘সানা শোয়েব মালিক’।
অনেকদিন ধরেই জল্পনা চলছিল, ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন ক্রিকেটার শোয়েব মালিক। সেই জল্পনাকে উসকে দিয়ে নতুন বউয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন পাকিস্তানের এই ক্রিকেটার। আয়েশা সিদ্দিকি ও সানিয়া পর এবার সানা জাভেদের সঙ্গে গাঁটছাড়া বাধলেন তিনি।
শোয়েবের সঙ্গে বিয়ের পর এখন ক্রিকেট ভক্তদের প্রশ্ন তৃতীয় স্ত্রী কে এই সানা জাভেদ? সংবাদমাধ্যম থেকে জানা যায়, সানা পাকিস্তানের একজন জনপ্রিয় টিভি অভিনেত্রী। উর্দু টেলিভিশনে কাজের মাধ্যমে আলোচনায় আসেন সানা। ২০১২ সালে ‘শেহর-ই-জাত’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তারা অভিষেক হয়। এরপর আরও অনেকগুলো টিভি সিরিয়ালে দেখা যায় সানাকে। তবে তিনি আলোচনায় আসেন ‘খানি’তে অভিনয়ের মাধ্যমে।
গুরুত্বপূর্ণ চরিত্রে এই নাটকে অভিনয়ের জন্য ‘লাক্স স্টাইল অ্যাওয়ার্ড’ জেতেন সানা। সামাজিক ঘটনা নির্ভর নাটক ‘রুশাই’ এবং ‘ডাঙ্ক’-এ অভিনয় করেও প্রশংসিত হন এই অভিনেত্রী। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নাটকে অভিনয় ও মডেলিং দিয়ে ব্যাপক পরিচিতি পান এ অভিনেত্রী।
সানাও ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। শোয়েব মালিকের সঙ্গে এটি সানার প্রথম বিয়ে নয়। এর আগে ২০২০ সালের অক্টোবরে সঙ্গীত শিল্পী উমায়ের জসওয়ালের সঙ্গে এই অভিনেত্রী বিয়ে-বন্ধনে আবদ্ধ হন। করাচিতে অনুষ্ঠিত তাদের সেই অনুষ্ঠানের পর পাকিস্তানে আলোচনার জায়গা দখল করেন এই দম্পতি।
তবে আলোচনায় এসেও টিকতে পারেননি। সানা-জসওয়াল দম্পতির সংসার বেশিদিন টিকেনি। অল্প সময় পরই তাদের সংসার ভেঙে যাওয়ার গুঞ্জন উঠে। একপর্যায়ে দুজন আলাদা বসবাস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পরস্পরকে মুছে দিয়ে বিচ্ছেদের পথে হাঁটেন। যদিও তাদের বিচ্ছেদের সঠিক সময় জানা যায়নি।