ভারতকে ২৫১ রানে থামাল বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করা ভারতীয় যুবারা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করেছে।
আজ শনিবার দক্ষিণ আফ্রিকার ব্লোয়েমফনটেইনে ‘এ’ গ্রুপের ম্যাচে খেলছে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।
ভারতের ব্যাটিংয়ে এদিন ত্রাস ছিলেন বাঁহাতি বাংলাদেশি পেসার মারুফ মৃধা। তিনি শুরুতে ওপেনার আরশিন কুলকার্নি ও মুশের খানকে দ্রুত ফেরান। তবে তৃতীয় উইকেট জুটিতে বড় পার্টনারশিপ গড়েন আরেক ওপেনার আদর্শ সিং ও অধিনায়ক উদয় সাহারান। অবশেষে চৌধুর মোহাম্মদ রিজওয়ান এই জুটি ভাঙেন। তিনি ৯৬ বলে ৭৬ রান করা আদর্শকে ফেরান।
বাংলাদেশ দলনেতা বিদায় করেন ভারত দলনেতাকে। উদয় ৯৪ বলে ৬৪ রান করেন। এরপর পিয়ানুশ মোলিয়া ও আরভেলি অভিনাষ ২৩ এবং শচীন ধাসের অপরিাজত ২৬ রানে দলীয় আড়াইশ পার করতে পারে ভারত।
বাংলাদেশ বোলারদের মধ্যে মৃধা ৫টি উইকেট দলখ করেন। রিজওয়ান ও রাব্বি একটি করে উইকেট পান।