অভিনেত্রী সানার সঙ্গে যেভাবে প্রেমে জড়ান শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারী ২০২৪, ১৮:১২
শেয়ার :
অভিনেত্রী সানার সঙ্গে যেভাবে প্রেমে জড়ান শোয়েব মালিক

ফের বিয়ের পিঁড়িতে বসলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সানা জাভেদকে নতুন জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন শোয়েব। আজ শনিবার সকালে ইনস্টাগ্রামের পাতায় সদ্যবিবাহিত স্ত্রীর সঙ্গে বিয়ের ছবি প্রকাশ করেন এই ক্রিকেটার। 

পাকিস্তানি টেলিভিশনের পরিচিত মুখ সানা। বেশ কিছু জনপ্রিয় শোয়ে তাকে দেখা গিয়েছে। তবে ‘সুকুন’ নামে একটি ড্রামা সিরিজ়ে সানার অভিনয় তাঁকে পরিচিতি দিয়েছে।

বেশ কিছু দিন আগেই একটি সাক্ষাৎকারে সানা জানিয়েছিলেন, ওই সিরিজ়ের জন্য তাকে বেশ কিছুটা ওজন কমাতে হয়েছিল। এমনিতে ফিটনেস সচেতন হিসাবে পাকিস্তানের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে নামডাক রয়েছে সানার। নিজেকে ফিট রাখতে কোনও কিছুর সঙ্গে আপস করেন না তিনি। সাম্প্রতিক সেই সাক্ষাৎকারে নিজের ফিটনেস রুটিন নিয়ে অকপট হয়েছিলেন তিনি।

ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমধ্যম আনন্দবাজার জানায়, একটি ফটোশুটে শোয়েবের সঙ্গে আলাপ হয় সানার। সেখান থেকেই নাকি প্রেমের সূত্রপাত। 

গত কয়েক মাস ধরে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই আজ নতুন বিয়ের খবর জানালেন শোয়েব। যেখানে আয়েশা সিদ্দিকি ও সানিয়া পর এবার সানা জাভেদের সঙ্গে গাঁটছাড়া বাধলেন তিনি।