খেলছেন বিপিএলে, তাহলে কবে ও কোথায় বিয়ে করেছেন শোয়েব
ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই নতুন বিয়ের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দুইটি ছবি দিয়ে বিয়ের ব্যাপারটি নিশ্চিত করেন শোয়েব।
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন শোয়েব। ২০১২ সাল থেকেই টেলিভিশনের পরিচিত মুখ সানা। এর আগে বিয়ে হয়েছিল সানারও। ২০২০ সালে পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী উমর জসওয়ালকে বিয়ে করেছিলেন তিনি। শোয়েবকে বিয়ের পর ইনস্টাগ্রামে সানা নিজের নাম দিয়েছেন ‘সানা শোয়েব মালিক’।
বর্তমানে বিপিএল খেলতে বাংলাদেশে অবস্থান করছেন শোয়েব মালিক। গতকাল শুক্রবারই তিনি বাংলাদেশে এসেছেন বলে নিশ্চিত করেছে শোয়েবের দল ফরচুন বরিশাল। আজ রংপুর রাইডার্সের বিপক্ষে বরিশালের স্কোয়াডেও আছেন তিনি। এরপরই ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কবে বিয়ে করেছেন শোয়েব।
আরও পড়ুন: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রীকে বিয়ে করলেন শোয়েব মালিক
পাকিস্তানের এই অলরাউন্ডারের পরিবারের বরাত দিয়ে জিও নিউজ এক প্রতিবেদনে বলেছে, কয়েকদিন আগেই করাচিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শোয়েব ও সানা।
শোয়েব মালিকের ম্যানেজার আরসালান শাহ বিষয়টি নিশ্চিত করে এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, ‘নিশ্চিত: আমাদের ভালোবাসার তারকা শোয়েব মালিক সানা জাবেদের সঙ্গে গাঁটছাড়া (নিকাহ) বেঁধেছেন। নতুন এই দম্পতির সামনের জীবন যাতে সুখে পরিপূর্ণ হয়ে ওঠে সেই কামনাই করছি।’