ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারী ২০২৪, ১০:৩১
শেয়ার :
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি নিয়ে ফটোসেশন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ও ভারত অধিনায়ক উদয় শাহরানের। ছবি: সংগৃহীত

২০২০ সালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার তাদের বিপক্ষে ম্যাচ দিয়েই দক্ষিণ আফ্রিকায় চলমান বয়সভিত্তিক পর্যায়ের এই বিশ্বকাপে আসর শুরু করতে যাচ্ছে মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বাধীন দল। 

আজ ব্লুমফন্টেইনে বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে ম্যাচ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এই ম্যাচটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ১-এ। 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত সবচেয়ে সফল দল হলেও বাংলাদেশকে সমীহ করেই কথা বলবে তারা। সবমিলিয়ে ভারতের জয় বেশি হলেও সাম্প্রতিক পারফরম্যান্সে যে বাংলাদেশের যুবারাই এগিয়ে! সর্বশেষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে হেরে বিদায় নেয় ভারতের যুবারা। এই আসরে চ্যাম্পিয়নও হয় বাংলাদেশ। এশিয়া কাপের সেই সেমিফাইনালসহ গত ৫ বছরে ভারতের বিপক্ষে ৫টি ম্যাচ খেলেছে বাংলাদেশের যুবারা। এর মধ্যে ২০২০ সালের বিশ্বকাপের ফাইনাল ও এশিয়া কাপের ফাইনাল ছাড়া হেরেছে বাকি ৩টি ম্যাচ। 

ভারতীয় দল: আদর্শ সিং, আরশিন কুলকার্নি, মুশির খান, উদয় সাহারান (অধিনায়ক), প্রিয়াংশু মোলিয়া, শচীন ধস, মুরুগান অভিষেক, আরাভেলি অবনীশ (উইকেটকিপার), নমন তিওয়ারি, রাজ লিম্বানি, সৌমি পান্ডে, আরাধ্যা শুক্লা, ইন্নেশ মহাজন, ধনুশ গোদা , রুদ্র প্যাটেল, প্রেম দেবকর, মোহাম্মদ আমান ও আনশ গোসাই।

বাংলাদেশ দল: আশিকুর রহমান শিবলী (উইকেটরক্ষক), আদিল বিন সিদ্দিক, জিশান আলম, চৌধুরী মো. রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), শেখ পারভেজ জীবন, মো. রাফি উজ্জামান রাফি, ওয়াসি সিদ্দিকী, রোহানাত দৌল্লা বর্ষন, মারুফ মৃধা, মো. ইকবাল হোসেন ইমন ও আশরাফুজ্জামান বরন্য।