পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে জাকা আশরাফের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারী ২০২৪, ০৮:৪১
শেয়ার :
পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে জাকা আশরাফের পদত্যাগ

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ব্যবস্থাপনা কমিটির (আইএমসি) চেয়ারম্যানের দায়িত্ব ছেড়েছেন জাকা আশরাফ। গতকাল শুক্রবার পদত্যাগের সিদ্ধান্ত জানান তিনি। 

গত জুলাইয়ে আইএমসি প্রধান করা হয় আশরাফকে। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত তার দায়িত্ব ছিল। আইএমসির কমিটিতে ছিলেন ১০ জন সদস্য। তাদের দায়িত্ব ছিল ৪ মাসের মধ্যে পিসিবির চেয়ারম্যান নির্বাচন করা। তবে নির্ধারিত সময়ের মধ্যে সেটি করতে না পারায় কমিটির মেয়ার আরও ৩ মাস বাড়ানো হয়। 

আশরাফ কমিটিতে থাকা অবস্থায় বেশ ভাঙাগড়ার মধ্য দিয়ে গেছে পাকিস্তান দল। ভারত বিশ্বকাপে চরম ব্যর্থ হন বাবর আজমরা। বিশ্বকাপের পরপরই তিন সংস্করণে অধিনায়কত্ব ছাড়েন বাবর। টেস্টের দায়িত্ব দেওয়া হয় শান মাসুদকে। টি-টোয়েন্টির অধিনায়কত্ব পান শাহীন আফ্রিদি। 

কোচিং স্টাফের চেহারাও আমূল বদলে গেছে। সরিয়ে দেওয়া হয় টিম ডিরেক্টর মিকি আর্থার, প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন ও ব্যাটিং কোচ অ্যান্ড্রু পাটিকে। তাদের অন্য দায়িত্ব দেওয়া হলেও পদত্যাগ করেন তারা। 

বিশ্বকাপের পরও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে পাকিস্তান দল। অস্ট্রেলিয়া সফরে গিয়ে ৩ ম্যাচের টেস্ট সিরিজে হয়েছে হোয়াইটওয়াশ। বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে শাহীন আফ্রিদির দল। ৫ ম্যাচের সেই সিরিজে এরই মধ্যে ৪-০ ব্যবধানে পিছিয়ে আছে তারা।