রিয়ালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো

স্পোর্টস ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৪, ০৯:০৩
শেয়ার :
রিয়ালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো

অল্প কদিনের ব্যবধানে মুদ্রার এপিঠ-ওপিঠ দেখল রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপ জিতে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তোলে তারা।

কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৪-২ গোলে হেরে কোপা দেল রের লড়াই থেকে ছিটকে গেল আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল।

ঘরের মাঠে ৩৯তম মিনিটে স্যামুয়েল লিনোর গোলে লিড তুলে নেয় অ্যাটলেটিকো। রদ্রিগো ডি পলের ক্রস গোল বারের সামনে থেকে হেডে ক্লিয়ার করার চেষ্টা করেন রিয়ালের ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার। কিন্তু দুর্ভাগ্যবশত সেটি পেয়ে যান বাঁ প্রান্তে অরক্ষিত থাকা লিনো। এগিয়ে এসে অ্যান্দ্রি লুনিন বল গ্লাভসবন্দি করার আগে আলতো ছোঁয়ায় জালে জড়ান লিনো। সমতায় ফিরতে বেশি দেরি করেনি রিয়ালও। অবশ্য ভুলের খেসরাত দিয়েছেন অ্যাটলেটিকোর গোলরক্ষক ইয়ান ওবলাক। ডি-বক্সের বাইরে থেকে লুকা মদ্রিচের ক্রস লাফিয়ে ক্লিয়ার করতে গিয়ে উল্টো জালে জড়িয়ে বসেন তিনি।

দ্বিতীয়ার্ধে আবারও পিছিয়ে পড়ে রিয়াল। ৫৭ মিনিটে প্রতিপক্ষের পাস কামাভিঙ্গার পায়ে লেগে গোলবারের দিকে এগিয়ে যায়। ডাইভ দিয়ে বল ক্লিয়ার করার চেষ্টা করেন লুনিন। সামনে দাঁড়িয়ে থাকা রুডিগার খেয়াল করেননি পাশে থাকা আলভারো মোরাতাকে। স্প্যানিশ স্ট্রাইকার সুযোগ বুঝে বল লুফে নিয়ে জালে জড়ান।

আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের ৮২তম মিনিটে সমতায় ফেরে রিয়াল। বক্সে জুড বেলিংহ্যামকে পাস দেন ভিনিসিউস জুনিয়র। ইংলিশ মিডফিল্ডার গোলের জন্য শট না নিয়ে আলতো ক্রস বাড়িয়ে দেন হোসেলুর উদ্দেশে। দারুণ হেডে ঠিকানা খুঁজে নেন তিনি।

এরপর নির্ধারিত সময়ের খেলায় আর কেউ গোলের দেখা না পেলে ম্যাচ গড়ায় অতিরিক্ত মিনিটে।

১০০ মিনিটে ডান প্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সে ঢুকে কোনাকুনি শটে লুনিনকে পরাস্ত করে বল জালে জড়ান অঁতোয়ান গ্রিজমান। এরপর ১১৯তম মিনিটে রিয়ালের সব আশা নস্যাৎ করে মেম্ফিস ডিপাইয়ের পাস থেকে বল জালে জড়ান  রদ্রিগো রিকেলমে। তাতে আসর থেকে বিদায় নিশ্চিত হয় রিয়ালের।