কোপা দেল রে /
ইউনিয়নিস্তাসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বার্সা
ইউনিয়নিস্তাস দে সালামাঙ্কাকে ৩-১ গোলে হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।
গতকাল বৃহস্পতিবার ঘরের মাঠে ম্যাচের প্রথম গোলটি করে ইউনিয়নিস্তাস। ম্যাচের ৩১ মিনিটে বার্সার জালের পাশাপাশি বুকেও কাঁপন ধরিয়ে দেন আলভারো গোমেস। বিরতির ঠিক আগ মুহূর্তে গোল পরিশোধ করে বার্সা। জোয়াও ফেলিক্সের পাস থেকে স্প্যানিশ ক্লাবটিকে সমতায় ফেরান ফেরান তোরেস।
দ্বিতীয় সারির একাদশ সাজিয়ে প্রথমার্ধে তেমন সফল ছিলেন না জাভি হার্নান্দেস। তাই দ্বিতীয়ার্ধে শুরুতেই একাদশে বেশ কয়েকটি বদল আনেন বার্সা কোচ। ম্যাচের ৬৯ মিনিটে কুন্দের একক নৈপুণ্যে এগিয়ে যায় বার্সেলোনা। সতীর্থের ছোট পাস পেয়ে প্রায় ৩৫ গজ দূর থেকে বুলেট গতির শটে গোলটি করেন ফরাসি এই ডিফেন্ডার। দুই মিনিট পর বার্সেলোনাকে ৩-১ গোলে এগিয়ে নেন আরেক ডিফেন্ডার বাল্দে। ডি-বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে জোরাল শট নেন তরুণ এই লেফট-ব্যাক, বল ক্রসবারের নিচের দিকে লেগে জালে জড়ায়। তাতে বার্সাও মাঠ ছাড়ে স্বস্তির জয় নিয়ে।