সৌদিতে দুয়োধ্বনি শোনাকে ‘হাস্যকর’ বললেন ক্রুস

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৪, ১৯:৪০
শেয়ার :
সৌদিতে দুয়োধ্বনি শোনাকে ‘হাস্যকর’ বললেন ক্রুস

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে নিরপেক্ষ ভেন্যু সৌদি আরবে অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে একাদশে ছিলেন না তারকা মিডফিল্ডার টনি ক্রুস। নামের ৬৬তম মিনিটে। এরপর যতবারই তার পায়ে বল গেছে, ততবারই দুয়ো দিয়েছেন দর্শকরা। তবে বিষয়টিকে হাস্যকর বলছেন টনি ক্রুস। 

জার্মান এই মিডফিল্ডার বলেন, ‘আমি এটি (দুয়োধ্বনি) আশা করিনি। এমনকি আমি ভাবিওনি এটি আমাকে উদ্দেশ্য করে করা। এর পেছনের ঘটনা হল, আমি তরুণ খেলোয়াড়দের এই (সৌদি) লিগে আসাটাকে ভালো চোখে দেখিনি। যখন তরুণ খেলোয়াড়দের উন্নতি করার সময়, ইউরোপের মানে খেলার সময়, সেখানে (ইউরোপে) অবশ্যই খেলতে পারে সেগুলো ছেড়ে তখন টাকার জন্য সৌদি আরবের লিগে আসছে। সেই বিবৃতি ছিল আরও প্রায় ছয় মাস আগে, এটি আমি ভুলেও গিয়েছিলাম।’

ক্রুস আরও বলেন, ‘আমি প্রথমার্ধে (অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে) দুয়োধ্বনি শুনেছি। প্রথমে বুঝিনি আমাকে উদ্দেশ্য করে দেওয়া হচ্ছে। তারপর আমি সমর্থকদের দিকে তাকালাম এবং উপলব্ধি করলাম, ওহ হ্যাঁ, ‘‘এটি শুধু তোমার জন্য’’। আমি হৃদয়ের গভীর থেকে বলতে পারি, এটি আমাকে একটুও বিরক্ত করেনি বা আমার খেলায় প্রভাব ফেলেনি। বরং এটি ছিল হাস্যকর।

২০২৩ সালে সৌদি লিগে তরুণ ফুটবলারদের আসা নিয়ে ক্রুস বলেছিলেন, ‘শেষ পর্যন্ত এটি (সৌদিতে আসা) টাকার জন্য ফুটবলের বিরুদ্ধে একটি সিদ্ধান্ত। প্রত্যেকেই নিজের সিদ্ধান্ত নিবেন। যেমন ক্রিস্টিয়ানো রোনালদো, তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিয়ারের একেবারে শেষের দিকে। কিন্তু এটি তখনই কঠিন যখন খেলোয়াড়রা তাদের ক্যারিয়ারের মাঝামাঝি সময়ে থাকে এবং যখন তাদের ইউরোপের সেরা ক্লাবগুলোর হয়ে খেলার মান থাকে তখন এমন লিগে আসা।’

স্প্যানিশ সুপার কাপের উত্তেজনাপূর্ণ সেই সেমিফাইনাল ম্যাচে আতলেতিকোকে ৫-৩ গোলে হারিয়ে সুপার কাপের ফাইনালে ওঠে রিয়াল মাদ্রিদ। পরে ফাইনোলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলানার বিরুদ্ধে ৪-১ গোলের জয় নিয়ে শিরোপা কেতে দলটি।