ধ্বংসের মুখে দাঁড়িয়ে রোহিতের শতক, রিংকুর বিধ্বংসী ৬৯

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারী ২০২৪, ২১:৪০
শেয়ার :
ধ্বংসের মুখে দাঁড়িয়ে রোহিতের শতক, রিংকুর বিধ্বংসী ৬৯

আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটিতে জিতে সিরিজ আগেই নিশ্চিত করে ভারত। তৃতীয় ম্যাচে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়েই নামে দলটি। তবে ৫ ওভার হওয়ার আগেই ২২ রানের মাধ্যে ৪ উইকেট হারিয়ে চোখে ধোঁয়াশা দেখতে শুরু করে তারা। সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ওই ৪ উইকেটেই ২১২ তোলে ভারত।

ধ্বংসের মুখে দাঁড়িয়ে ভারতকে এই বিশাল রানে পৌঁছে দেওয়ার কৃতিত্ব অধিনায়ক রোহিত শর্মা ও রিংকু সিংয়ের। ৬৯ বলে ১২১ রানে অপরাজিত থাকেন রোহিত। আরেক পাশে ৩৯ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন আইপিএলের মাধ্যমে প্রথমে আলোচনায় আসা রিংকু। 

এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই আফগান বোলারদের তোপের মুখে পড়েন ভারতের ব্যাটাররা। একে একে ফিরে যান যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শিভাম দুবে ও সাঞ্জু স্যামসন। এদের মধ্যে ৩ উইকেটই নেন ফরিদ। এরপরই শুরু হয় রোহিত আর রিংকুর লড়াই। 

শুরুতে বেশ রয়েসয়ে খেলেন এই দুই ব্যাটার। রোহিত তার হাফ সেঞ্চুরি পূর্ণ করতে খেলেন ৪১টি বল। সেখান থেকে সেঞ্চুরি তুলে নিতে রোহিত খেলেন আর মাত্র ২৩ বল। অর্থাৎ ৬৪ বলে পূর্ণ করেন তার শতক। আর শেষ পর্যন্ত ৬৯ বল খেলে ১১টি চার ও ৮ ছক্কায় অপরাজিত থাকেন ১২১ রানে। টি-টোয়েন্টিতে এটি তার পঞ্চম শতক। এই সংস্করণে যেটি সর্বোচ্চ। 

ইনিংসের শুরুর দিকে রিংকুর যাত্রা ছিল আরও ধীর। রিংকু প্রথম ৩৬ রান করেন ২৯ বলে। সেখানে ১০ বলেই করেন ৩৩ রান। বিধ্বংসী এই ইনিংস খেলার পথে ২টি চার ও ৬টি ছক্কা মারেন রিংকু। এর মধ্যে আফগান বোলার করিম জানাতের শেষ ওভারেই তিনি ও রোহিত শর্মা তুলে নেন ৩৬ রান। শেষ পর্যন্ত ২১২ রান করে থামে ভারত।