মেসি এবারের ফিফা বর্ষসেরা পুরস্কার ‘জিততে পারে না’
আর্লিং হল্যান্ড ও কিলিয়ান এমবাপ্পেকে টপকে ফিফার বর্ষসেরা পুরস্কার ‘দ্য বেস্ট' জিতেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। টানা দ্বিতীয়বার ও সবমিলিয়ে তৃতীয়বার এই পুরস্কার জিতলেন ইন্টার মায়ামিতে খেলা এই তারকা। তবে এবারের পুরস্কার জেতার যোগ্য মেসি ছিলেন না বলে মনে করেন জার্মানির কিংবদন্তি ফুটবলার লোথার ম্যাথাউস।
মেসির এবারের পুরস্কার পাওয়া নিয়ে শুরু থেকেই সমালোচনা হচ্ছে। যেই সময় বিবেচনায় বর্ষসেরা এই পুরস্কার দেওয়া হয়েছে তার মধ্যে নেই বিশ্বকাপও। শিরোপা কিংবা ব্যক্তিগত রেকর্ড বিবেচনায় এই সময়ে মেসির অর্জনের চেয়ে হল্যান্ডের অর্জন অনেক বেশি।
ম্যাথাউস বলেছেন, ‘এবার পুরস্কারটি সে জিততে পারে না। আমার মতে সে গত ২০ বছরের সেরা ফুটবলার। কিন্তু সে প্যারিসে এবং মায়ামিতে খেলেছে। যেখানে সে আলোড়ন তৈরি করেছে, কিন্তু বড় কোনো শিরোপা জিততে পারেননি।'
-লোথার ম্যাথাউস
গতকাল সোমবার লন্ডনে ফিফা দ্য বেস্টের পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কারের দৌড়ে মেসি ও হল্যান্ডের মধ্যে ভোটের লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। দুজনেরই পয়েন্ট ৪৮। কিন্তু মেসি জিতেছেন জাতীয় দলের অধিনায়কদের ভোটে প্রথম পছন্দের তালিকায় এগিয়ে থাকায়। ফিফার ‘রুলস অব অ্যালোকেশন’ এর ১২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই সিদ্ধান্ত।এমবাপ্পে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয়।
গত বছর ম্যানচেস্টার সিটির হয়ে অসাধারণ সাফল্য পেয়েছেন হল্যান্ড। ২০২৩ সালে নরওয়েজিয়ান তারকা স্ট্রাইকার গোলের বন্যা বইয়ে অসংখ্য রেকর্ড গড়েছিলেন। প্রথমবার সিটির ‘ট্রেবল’ জয়ে রেখেছিলেন অসামান্য অবদান।