‘মুসলিম ব্রাদারহুডের’ প্রসঙ্গ টানায় ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বেনজেমার মামলা

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারী ২০২৪, ১৫:৫৭
শেয়ার :
‘মুসলিম ব্রাদারহুডের’ প্রসঙ্গ টানায় ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বেনজেমার মামলা

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিনের বিরুদ্ধে মামলা করেছেন দেশটির তারকা ফুটবলার করিম বেনজেমা। মিশরের ডানপন্থী রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের সঙ্গে বেনজেমার সম্পৃক্ততা আছে বলে দারমানিন বক্তব্য দেওয়ার কারণে এই মামলা করেন বেনজেমা। খবর ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির। 

বিগত কয়েক মাস থেকেই ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা করছে ইসরায়েলি সামরিক বাহিনী। চারদিকে এজন্য দেশটির বিরুদ্ধে ওঠে নিন্দার ঝড়। সেই দলে শামিল হয়েছিলেন বেনজেমাও। গত অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি বলেছিলেন, ‘আবারও (ইসরায়েলি) অন্যায় বোমা হামলার শিকার (গাজা)। যা নারী বা শিশুদেরকেও রেহাই দেয় না।’ এরপরই দারমানিন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে বেনজেমার সম্পর্কের কথা বলেন। 

দারমানিন বলেছিলেন বেনজেমার সঙ্গে সুন্নি ইসলামপন্থী গ্রুপের (মুসলিম ব্রাদারহুড) সঙ্গে ‘কুখ্যাত সম্পৃক্ততা’ আছে। গত ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে আনুমানিক ১৩০০ মানুষ নিহত হওয়ার ঘটনায় বেনজেমা সহানুভূতি প্রকাশ করেননি কেন সেটি নিয়েও প্রশ্ন তোলেন দারমানিন। বলেন, ‘মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্কের জন্য সুপরিচিত তিনি (বেনজেমা)।’ 

বেনজেমার আইনজীবী বলেছেন, এমন মন্তব্য তার (বেনজেমা) সম্মান এবং খ্যাতি ক্ষুন্ন করে। বর্তমানে সৌদি প্রো লিগে খেলা বেনজেমা তার ৯২ পৃষ্ঠার অভিযোগে বলেছেন, ‘মুসলিম ব্রাদারহুড দলটির সঙ্গে তার কখনো সামান্যতম যোগসূত্রও ছিল না, বা এর সদস্য বলে দাবি করে এমন কারো সম্পর্কে তার কোনো ধারণাও নেই।’

এর আগেও ফ্রান্স দলে খেলার সময় বেনজেমা জাতীয় সংগীত গান না বলে অভিযোগ এনেছিলেন দারমানিন। বেনজেমার মামলার বিষয়ে এখনো দারমানিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।