অ্যালেনের অসংখ্য রেকর্ডে পাকিস্তানকে সিরিজ হারাল কিউইরা

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারী ২০২৪, ১০:১৭
শেয়ার :
অ্যালেনের অসংখ্য রেকর্ডে পাকিস্তানকে সিরিজ হারাল কিউইরা

টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সর্বোচ্চ ১৬টি ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ফিন অ্যালেন। তিনি যৌথভাবে বসলেন আফগানিস্তানের হযরতউল্লাহ জাজাইয়ের পাশে। নিউজিল্যান্ডের হয়ে তো এক ইনিংসে সর্বোচ্চ ছক্কাই হলো। আগের সেরা ছিল কোরে অ্যান্ডারসনের (১০টি)। শুধু বাউন্ডারিতেই ১১৬ রান তুলে কিউইদের হয়ে রেকর্ড গড়লেন। আগের ব্র্যান্ডন ম্যাককালামের ৯৬কে ছাড়িয়ে গেছেন। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংস নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ১৩৭ করেছেন। পেছনে ফেলেন ম্যাককালামের ১২৩।

ডানহাতি এই ওপেনারের এমন অসংখ্যা রেকর্ডের দিনে পাকিস্তানকে ৪৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। যেখানে ৫ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি শেষে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজও নিশ্চিত করল স্বাগতিকরা।

আজ ডানেডিনে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ডে অ্যালেনের ঝড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২২৪ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের হয়ে ওপেনার অ্যালেন একাই খেলেছেন ৬২ বলে ১৩৭ রানের ঝোড়ো ইনিংস। ১৮তম ওভারে আউট হওয়ার আগে অ্যালেন তিন অঙ্ক স্পর্শ করেন ৪৮ বলে। নিউজিল্যান্ডের হয়ে এটি তৃতীয় দ্রুততম। গ্লেন ফিলিপস ৪৬ বলে এবং কলিন মুনরো ৪৭ বলে শতক করেছিলেন। দুটোই মাউন্ট মঙ্গানুইয়ে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ফিলিপসেরটি ২০২০ সালে, মুনরোরটি ২০১৮ সালে। দলের হয়ে এছাড়া ৩১ রান করেন টিম সেইফার্ট।

পাকিস্তান ইনিংসে সবচেয়ে খরুচে বোলার হারিস রউফ ৪ ওভারে ৬০ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের হয়ে বাবর আজম সিরিজের টানা তিন ম্যাচে ফিফটির দেখা পেলেন। তবে আর কোনো ব্যাটার সেভাবে জ্বলে উঠতে না পারায় বড় ব্যবধানেই হারতে হয় সফরকারীদের। বাবর ৩৭ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৫৮ রান করেন।

টিম সাউদি ২টি উইকেট লাভ করেন।