সব ধরনের ক্রিকেটকে বিদায় মার্শের
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন শন মার্শ। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল এই বাঁহাতি অস্ট্রেলিয়ার ওপেনারের। গতকাল শনিবার বিগ ব্যাশ লিগের ম্যাচ খেলার পর অবসরের সিদ্ধান্ত ঘোষণা দেন।
মেলবোর্ন স্টার্সের বিপক্ষে মেলবোর্ন রেনেগেডসকে ম্যাচ জেতানোর পরই অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন শন। যেখানে ২৩ বছর বয়সী এই তারকা মৌসুম শেষেই বুটজোড়া তুলে রাখবেন।
শন বলেন, ‘আমি রেনেগেডসের হয়ে খেলতে ভালবাসি। গত পাঁচ বছরে দুর্দান্ত কিছু মানুষের সঙ্গে মেশার সুযোগ পেয়েছি। যাদের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়েছে। আশা করি আমাদের বন্ধুত্ব সারা জীবন অটুট থাকবে। আমাদের এই দলটা দুর্দান্ত। ওরা যত ভাল সতীর্থ, তার থেকেও ভাল বন্ধু। ওদের সঙ্গে খেলার অভিজ্ঞতা অসাধারণ। আমাদের সদস্য এবং সমর্থকেরাও দারুণ। ক্রিকেট নিয়ে ওদের আবেগ দেখার মতো। আমার এই যাত্রায় সব সময় তাদের সমর্থন পেয়েছি।’
অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে শেষবার মার্শ ২০১৯ সালের জুন মাসে খেলেছেন। অজিদের হয়ে ৩৮টি টেস্ট, ৭৩টি এক দিনের ম্যাচ এবং ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে ১৩টি সেঞ্চুরিসহ প্রায় ৯ হাজার রান রয়েছে তার। বাঁহাতি টপ অর্ডার ব্যাটার স্পিন বোলিংও করতে পারতেন। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে তাকে কখনও বল করতে দেখা যায়নি। এ বারের বিগ ব্যাশ লিগে পাঁচটি ম্যাচ খেলে ৪৫.২৫ গড়ে ১৮১ রান করেছেন তিনি। দু’টি অর্ধশতরান এসেছে তার ব্যাট থেকে।