শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে সবজি ক্ষেত থেকে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের (ছেলে) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নবজাতকের পরিচয় জানা যায়নি। আজ শনিবার দুপুরে শায়েস্তা নগর গ্রামের মানিক মিয়ার সবজি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, সকালে শায়েস্তা নগর তোরাব আলী ব্যাপারী বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সবজি ক্ষেতের মধ্যে লাল রংয়ের শপিং ব্যাগ মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।