‘হলিউড স্টাইলে’ মাঠে হেলিকপ্টার নিয়ে নামলেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারী ২০২৪, ১৪:৩০
শেয়ার :
‘হলিউড স্টাইলে’ মাঠে হেলিকপ্টার নিয়ে নামলেন ওয়ার্নার

সম্প্রতি টেস্ট ও ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে টি-টোয়েন্টিতে দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। খেলছেন চলমান অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশও। টুর্নামেন্টের একটি ম্যাচ খেলতে তো হেলিকপ্টার নিয়েই ‘হলিউড স্টাইলে’ মাঠে চলে যান ওয়ার্নার। 

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ওয়ার্নার এই কাজটি করেন আজ সিডনি সিক্সার্সের বিপক্ষে তার দল থান্ডারের খেলার আগে। মূলত, হান্টার ভ্যালিতে ভাইয়ের বিয়ের কারণে সময়মতো দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। তাইতো ম্যাচের জন্য হেলিকপ্টার দিয়ে সরাসরি মাঠে প্রবেশ করেন। 

ম্যাচে ওয়ার্নারের প্রতিপক্ষ সিক্সার্সের পেসার শন অ্যাবট ওয়ার্নারের এভাবে প্রবেশকে তুলনা করেছেন হলিউডের সঙ্গে। তার বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছেন বলেও জানান অ্যাবট। 

তিনি বলেন, ‘সে কিছুটা হলিউড ঘরানার, তাই নয় কি? এটাই আসল ডেভি (ওয়ার্নার)। আমি আজ লাইম (পরিবহন সংস্থা) বাইক নিয়ে এসেছি এবং কালকে রাতেও একই কাজ করব।...আমি খুব খুশি যে তারা এটি করতে পেরেছে কারণ এদেশে যারা ক্রিকেটের ভক্ত তারা সবাই বিবিএলে ওয়ার্নারকে দেখতে চায়। তার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতার জন্য মুখিয়ে আছি। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং দীর্ঘদিন ধরে আছেন।’

পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই টেস্টকে বিদায় জানিয়েছেন ওয়ার্নার। এই সংস্করণে ১১২ ম্যাচে ৪৪.৬০ গড়ে ৮ হাজার ৭৮৬ রান করেছেন তিনি। স্ট্রাইকরেট যথেষ্ট ঈর্ষণীয়, ৭০.২০। ২৬টি সেঞ্চুরির সঙ্গে আছে ৩৭টি হাফ সেঞ্চুরিও। নিজের সময়ের অন্যতম সেরা স্লিপ ফিল্ডারও ওয়ার্নার।