‘দ্বিপক্ষীয় সিরিজ খেলতে প্রস্তুত ভারত ও পাকিস্তানের বোর্ড’

স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারী ২০২৪, ১১:৪৩
শেয়ার :
‘দ্বিপক্ষীয় সিরিজ খেলতে প্রস্তুত ভারত ও পাকিস্তানের বোর্ড’

দীর্ঘদিন ধরেই হচ্ছে না চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ। সর্বশেষ ২০১২-১৩ সালে ওয়ানডে সিরিজ খেলেছিল এই দুই দল। টেস্ট সিরিজ বন্ধ হয়েছে তারও আগে। এরপর শুধু আইসিসি কিংবা মহাদেশীয় টুর্নামেন্টেই মুখোমুখি হয়েছে তারা। 

তবে এই দুই দেশের খেলা ভক্তদের জন্য নিয়ে আসে অন্যরকম আকর্ষণ। ভারত-পাকিস্তানের খেলার সময় স্টেডিয়াম থাকে কানায় কানায় পরিপূর্ণ, টিভিতে খেলা দেখা দর্শকেও হয় রেকর্ড। তবে তিক্ত রাজনীতির কারণে দুই দলের প্রতিদ্বন্দ্বিতা সহসাই আলোর মুখ দেখছে না। 

এসবের মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান জাকা আশরাফ জানিয়ে দিলেন, দ্বিপক্ষীয় সিরিজ খেলতে তৈরি দুই দেশের বোর্ড। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে সবাই আগ্রহী, দুই দলের বোর্ডই একে অন্যের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত, অপেক্ষা শুধু ছাড়পত্র পাওয়ার।’

যদিও এখনো কোনো মন্তব্য করেনি বিসিসিআই। তবে গত বছরের সেপ্টেম্বরে ভারতের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছিলেন, ‘সন্ত্রাসবাদ’ বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ নয়। 

অনুরাগের ভাষ্যমতে, ‘বিসিসিআই অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা পাকিস্তানের বিপক্ষে আমরা ততক্ষণ দ্বিপক্ষীয় সিরিজ খেলব না যতক্ষণ না তারা সন্ত্রাস, আন্তঃসীমান্ত আক্রমণ এবং অনুপ্রবেশ বন্ধ না করে। আমি মনে করি দেশ এবং জনগণের অনুভূতিও একই।’

সম্প্রতি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গ্রুপপর্বের সেই ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দেয় স্বাগতিকরা। নিউইয়র্কে আগামী ৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও মুখোমুখি হবে এই দুই দল।