দুই ফরম্যাট থেকেই বাদ হেটমায়ার
অস্ট্রেলিয়া সফরে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করা হয়েছে। তবে এই দুই ফরম্যাট থেকেই বাদ পড়েছেন আগ্রাসী ব্যাটার শিমরন হেটমায়ার। কিন্তু শুধু টি-টোয়েন্টি দলে আছেন দুই অলরাউন্ডার জেসন হোল্ডার ও কাইল মেয়ার্স।
ধারাবাহিকতার অভাব, ফিটনেসের সমস্যা, শৃঙ্খলাজনিত কারণ কিংবা ব্যক্তিগত সমস্যা। সব মিলিয়ে খুব দারুণ প্রতিভাবান হওয়া সত্ত্বেও বারবার খবরের শিরোনাম হয়েছে হেটমায়ার। এবার বাদ পড়লেন ফর্মের কারণে। সব মিলিয়ে সবশেষ ১২ ওয়ানডে ইনিংসে ফিফটি নেই তার। টি-টোয়েন্টিতেও সবশেষ কয়েক ম্যাচে সাফল্য নেই।
এদিকে হোল্ডার ও মেয়ার্স কেন্দ্রীয় চুক্তিতে সই না করায় ওয়ানডে সিরিজ থেকে সরিয়ে নিয়েছেন নিজেদের। এই সময় তারা খেলবেন সংযুক্ত আরব আমিরাতের গ্লোবাল টি-টোয়েন্টিতে। এই ফ্র্যাঞ্চাইজি আসরে খেলার জন্য ওয়ানডে সিরিজ থেকে ছুটি পেয়েছেন দুই ব্যাটসম্যান ব্র্যান্ডন কিং ও শেরফেন রাদারফোর্ডও। তবে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজে আছেন তারা দুজনও।
টেভিন ইমলাখ ও টেডি বিশপ ওয়ানডে দলে নতুন মুখ। সীমিত ওভারের আগে টেস্ট দলের হয়ে এখন অস্ট্রেলিয়া সফরেও আছেন ইমলাখ।
ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে আগামী ২, ৪ ও ৬ ফেব্রুয়ারি। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ ৯, ১১ ও ১৩ ফেব্রুয়ারি।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শেই হোপ (অধিনায়ক), আলজারি জোসেফ, আলিক আথানেজ, টেডি বিশপ, কেসি কার্টি, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, টেভিন ইমলাখ, গুডাকেশ মোটি, কেয়র্ন ওটলি, রোমারিও শেফার্ড, ওশেন টমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: রভম্যান পাওয়েল (অধিনায়ক), শেই হোপ, জনসন চার্লস, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, ওশেন টমাস।