ধর্ষণের দায়ে নেপালের তারকা ক্রিকেটারের ৮ বছর কারাদণ্ড

স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারী ২০২৪, ১৮:৩৬
শেয়ার :
ধর্ষণের দায়ে নেপালের তারকা ক্রিকেটারের ৮ বছর কারাদণ্ড

কয়েকদিন আগেই ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন নেপালের ২৩ বছর বয়সী তারকা লেগ স্পিনার সন্দীপ লামিচানে। এবার তাকে ৮ বছরের কারাদণ্ড দিল নেপালের একটি আদালত। এর পাশাপাশি তাকে ৩ লাখ নেপালি রুপি জরিমানা ও ভুক্তভোগীকে ২ লাখ রুপি ক্ষতিপূরণের আদেশ দেওয়া হয়েছে। 

যদিও রায়ের সময় এই মামলায় গ্রেপ্তার ছিলেন না লামিচানে। রায় ঘোষণার সময় আদালতেও ছিলেন না। যদিও তার আইনজীবী জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন এই লেগ স্পিনার। 

লামিচানের বিরুদ্ধে ২০২২ সালে কাঠমান্ডুর একটি হোটেলে তরুণীকে ধর্ষণের অভিযোগ আনা হয়। ২০২২ সালের ৬ সেপ্টেম্বর লামিচানের বিরুদ্ধে অভিযোগ তুলে মামলা করেন ভুক্তভোগী। মামলা হওয়ার পরই তাকে নিষিদ্ধ করে নেপাল ক্রিকেট। সেই সময় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে তখন ওয়েস্ট ইন্ডিজে ছিলেন তিনি। দেশে ফেরার পর গত ৬ অক্টোবর গ্রেপ্তার করা হয় তাকে। 

গত বছরের জানুয়ারিতে জামিনে মুক্তি পান সাবেক এই অধিনায়ক। পরে জামিনে মুক্তি পেয়ে আন্তর্জাতিক ক্রিকেটও খেলেন তিনি। তবে গত ডিসেম্বরে দোষী সাব্যস্ত হন তিনি। অবশেষে আজ বুধবার ঘোষণা করা হলো রায়। 

নেপালের হয়ে বিদেশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ (আইপিএ, বিগ ব্যাশ, সিপিএল, বিপিএল, এলপিএল) খেলা একমাত্র ক্রিকেটার সন্দীপ লামিচানে। দেশটির ক্রিকেটের উজ্জ্বল বিজ্ঞাপন হিসেবে গত কয়েক বছরে বিশ্ব ক্রিকেটে নিজেকে পরিচিত করেছেন লামিচানে। দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় খেলা ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটেও তার রয়েছে দারুণ সব অর্জন। দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০ ওয়ানডে উইকেট ও তৃতীয় দ্রুততম হিসেবে ৫০ টি-টোয়েন্টি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।