কিষান ও আইয়ারকে অপরাধের গুরুতর শাস্তি দিল ভারত

স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারী ২০২৪, ১৬:৫৯
শেয়ার :
কিষান ও আইয়ারকে অপরাধের গুরুতর শাস্তি দিল ভারত

ইশান কিষান মিথ্যাচার করেছেন আর শ্রেয়াস আইয়ার নির্বাচকদের কথা শোনেননি। এমন অভিযোগে এই দুই ব্যাটারকে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রাখেনি অজিত আগারকারের নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচক প্যানেল। এমন দাবিই করেছে ভারতের বেশ কিছু সংবাদমাধ্যম। 

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের টেস্ট দলে ছিলেন কিষান। তবে সিরিজ শুরুর সপ্তাহখানেক আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে বাড়িয়ে ফেরার কথা বলে ছুটি নেন তিনি। অথচ তিনি দেশে না ফিরে চলে যান দুবাইয়ে। সেখানে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে পার্টিতে দেখা যায় তাকে। 

এছাড়া ভারত ফিরে ‘কৌন বানেগা ক্রোড়পতি’ (কে হতে চায় কোটিপতি) নামের একটি টিভি কুইজ শোতে অংশ নেন ২৫ বছর বয়সী ইষান। সেই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারতের নারী ক্রিকেট দলের ওপেনার স্মৃতি মান্দানা। আর অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বলিউডের বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। বাড়ি ফেরার কথা বললেও পার্টি ও শো’য়ে অংশ নেওয়ায় কিষানের ওপর খেপেছে বিসিসিআিই। তাই তাকে আফগানদের বিপক্ষে সিরিজে রাখা হয়নি। 

অন্যদিকে, কথা না শোনার কারণে বাদ দেওয়া হয়েছে আইয়ারকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের ৪ ইনিংসে মাত্র ৪১ রান করেন আইয়ার। তার শট বাছাইয়ে বিরক্ত নির্বাচকরা তাকে দেশে ফিরে রঞ্জি ট্রফিতে খেলতে বলেছিলেন। তবে সেকথায় রাজি হননি এই ব্যাটার। তাই এই অপরাধের শাস্তি হিসেবে তাকেও দলে রাখা হয়নি।