বলের আঘাতে মাঠেই ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারী ২০২৪, ১২:৪৯
শেয়ার :
বলের আঘাতে মাঠেই ক্রিকেটারের মৃত্যু

ভারতের মুম্বাইয়ে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটে গেল। মাতুঙ্গার দাদকর ময়দানে চলছিল দু’টি ক্রিকেট ম্যাচ। সেইসময় একটি ম্যাচের ব্যাটারের শটে বল মাথায় লেগে মৃত্যু হল অপর ম্যাচে ফিল্ডিং দলের এক ক্রিকেটারের। মারা যাওয়া ৫২ বছরের ওই ক্রিকেটারের নাম জয়েশ সওয়ালা।

সেই মাঠে কাচ্চি বিসা ওসওয়াল বিকাশ লেজেন্ড কাপের খেলা চলছিল। টি-টোয়েন্টি ফরম্যাটের এই প্রতিযোগিতা আয়োজিত হয় পঞ্চাশোর্ধ্ব ক্রিকেটারদের নিয়ে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, জয়েশ যে ম্যাচে খেলছিলেন, তার উল্টো দিকে চলছিল আরও একটি ম্যাচ। সেই ম্যাচের ব্যাটারের দিকে পিছন ফিরে ফিল্ডিং করছিলেন জয়েশ। এমন সময় ওই ব্যাটারের একটি শট সোজা এসে লাগে জয়েশের কানের নীচে। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মুম্বাইয়ে খেলার মাঠের বড়ই অভাব। তাই একই মাঠে দু’টি করে ম্যাচ আয়োজন করা খুবই স্বাভাবিক। এ ক্ষেত্রেও আয়োজকেরা তাই করেছিলেন। অতীতেও দু’টি ম্যাচ একসঙ্গে চলাকালীন দুর্ঘটনা ঘটেছে। কিন্তু মৃত্যুর ঘটনা এই প্রথম হল বলে জানিয়েছেন আয়োজকেরা।

এ নিয়ে স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃত্যুর একটি অভিযোগ দায়ের করেছে তারা। জয়েশের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু ইচ্ছাকৃত আঘাত বা কোনও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়নি। পরে পরিবারের হাতে জয়েশের মৃতদেহ তুলে দেওয়া হয়।