শৈশবের বান্ধবীকে বিয়ে করলেন মানে

স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারী ২০২৪, ১০:১৩
শেয়ার :
শৈশবের বান্ধবীকে বিয়ে করলেন মানে

দীর্ঘদিনের বান্ধবী আয়শা টাম্বারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন সাদিও মানে। আফ্রিকান কাপ অব ন্যাশন্স টুর্নামেন্টে অংশ নিতে নিজ দেশ সেনেগালে পাড়ি দিয়ে গত রবিবার বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেন এই আর নাসর তারকা।

মানে-টাম্বারের বিয়ের এই অনুষ্ঠান দেশটির রাজধানী ডাকারের কেউর মাসারে হয়। যদিও তাদের বিয়ের খবর বিয়েতে ফটোগ্রাফির দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের পোস্টে আগেই ফাঁস হয়।

মানের বিয়ে নিয়ে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট গোলডটকম বলছে, কাসামানসার বাসিন্দা টাম্বার সঙ্গে মানের সম্পর্ক কিশোর বয়স থেকেই। এমনকি সাবেক এই লিভারপুল তারকা নাকি টাম্বার স্কুলের খরচও দিতেন বলে জানিয়েছে পালস স্পোর্টস।

ম্যাগভিশন নামে এক ফটোগ্রাফি প্রতিষ্ঠানের দেওয়া ইনস্টাগ্রাম পোস্টে মানে-টাম্বা দম্পতিকে রোমান্টিক সব পোজে ক্যামেরাবন্দি হতে দেখা যায়। যার পেছনে লেখা ছিল ‘মিসেস মানে’।

মানে অবশ্য নিজেও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে বিয়ের ছবি শেয়ার করেছেন। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন বন্ধু, পরিবার ও সেনেগাল জাতীয় দলের ফুটবলাররা।