শেখ হাসিনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। আজ মঙ্গলবার এক্স এ দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।
জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ২২৪টি আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। আর আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী দল জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। তবে স্বতন্ত্র প্রার্থীদের জয়ের হার এবার বেশি। তারা ৬২টি আসনে জয় পেয়েছেন।
আরও পড়ুন:
‘হামাসকে ধ্বংস করা যাবে না’
কাকার বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় আমি শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। আমি শেখ হাসিনার সফল এক মেয়াদ কামনা করি এবং তার নেতৃত্বে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য মুখিয়ে আছি।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এর আগে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ১৯টি দেশের রাষ্ট্রদূত তাকে অভিনন্দন জানান। এ সময় তারা নিজেদের দেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া তুলে দেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?