মুখোমুখি রিয়াল-আতেলেতিকো, সহজ প্রতিপক্ষ পেল বার্সা
শিরোপা ধরে রাখার অভিযানে কোপা দেল রে’র শেষ ষোলোতে কঠিন প্রতিপক্ষ পেয়েছে রিয়াল মাদ্রিদ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে।
অবশ্য সহজ প্রতিপক্ষ পেয়েছে টুর্নামেন্টের রেকর্ড ৩১ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। স্প্যানিশ ফুটবলের তৃতীয় সারির দল ইউনিয়স্তাসের বিপক্ষে কাতালান জায়ান্টরা খেলবে।
গতকাল সোমবার মাদ্রিদে প্রতিযোগিতাটির শেষ ষোলো পর্বের ড্র অনুষ্ঠিত হয়। যেখানে আর আগামী সপ্তাহে কোপা দেল রে’র শেষ ষোলোয় মুখোমুখি হবে রিয়াল-আতলেতিকো। অন্যদিকে চরম কোনো নাটকীয়তা না হলে দুর্বল ইউনিয়স্তাসের বাধা সহজেই উৎড়ে যাওয়ার কথা বার্সার।
এদিকে এবারের লা লিগায় চমক হয়ে আসা জিরোনা খেলবে লিগের আরেক দল রায়ো ভাইয়েকানোর বিপক্ষে।
কোপা দেল রে’র শেষ ষোলোয় মুখোমুখি যারা:
ইউনিয়স্তাস-বার্সেলোনা
তেনেরিফে-মায়োর্কা
গেতাফে-সেভিয়া
ওসাসুনা-রেয়াল সোসিয়েদাদ
ভালেন্সিয়া-সেল্তা ভিগো
আথলেতিক বিলবাও-আলাভেস
আতলেতিকো মাদ্রিদ-রিয়াল মাদ্রিদ
জিরোনা-রায়ো ভাইয়েকানো