বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলছে ভারতীয় সংবাদমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জানুয়ারী ২০২৪, ১৬:১২
শেয়ার :
বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলছে ভারতীয় সংবাদমাধ্যম

ভারতের জাতীয় পর্যায়ের প্রায় সব ইংরেজি দৈনিকেই বাংলাদেশের সংসদীয় নির্বাচনে আওয়ামী লীগ তথা শেখ হাসিনার বিপুল জয়ের খবর প্রকাশিত হয়েছে। আজ সোমবার সংবাদমাধ্যমের প্রথম পাতায় বেশ গুরুত্ব দিয়েই ছাপা হয়েছে খবরগুলো।

‘দ্য হিন্দু’ বার্তা সংস্থা পিটিআই-এর বরাত দিয়ে লিখেছে ‘বাংলাদেশ: হাসিনা টু রিটার্ন অ্যাজ পিএম অ্যাজ পাটি সুইপস পোল’ অর্থাৎ আওয়ামী লীগের বিপুল বিজয়ের মধ্যে দিয়ে হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ফিরে আসছেন। ভোটে যে সহিংসতার ঘটনা ঘটেছে এবং প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের শরিকরা নির্বাচন বয়কট করেছে, রিপোর্টের প্রথম প্যারাগ্রাফেই সেটাও জানানো হয়েছে।

‘দ্য টাইমস অব ইন্ডিয়া’তে বাংলাদেশ নির্বাচনের খবর পেয়েছে প্রথম পাতার ‘শোল্ডারে’। শেখ হাসিনার একটি ছবি দিয়ে তারা লিখেছে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে একটানা চতুর্থ মেয়াদ নিশ্চিত করলেন শেখ হাসিনা, কারণ আওয়ামী লীগ পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে ২০০টিতে জয় পেয়েছে।’ তবে ভোট প্রদানের হার ছিল কম – এবং মূল বিরোধী দল বিএনপি ভোট বয়কট করেছে, সেটাও জানিয়েছে তারা।

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ও প্রথম পাতাতেই ঢাকার পোলিং বুথে শেখ হাসিনার ভোট দানের একটি ছবি দিয়ে লিখেছে,‘একটানা চতুর্থবারের জন্য জিতলেন শেখ হাসিনা।’ ভেতরে বিস্তারিত খবরে তারা উল্লেখ করেছে, ২০১৮তে প্রায় ৮০ শতাংশ ভোট পড়লেও এবারে ‘ভোটার টার্নআউট ছিল ৪০ শতাংশের মতো।’

দ্য হিন্দুস্তান টাইমসে প্রথম পাতায় খবরটি না-থাকলেও ভেতরে ১২-র পাতায় তারা বেশ ফলাও করে বাংলাদেশ নির্বাচনের খবর দিয়েছে। তাদের শিরোনাম হল ‘বিরোধীরা নির্বাচন বয়কট করার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী পঞ্চম মেয়াদে ক্ষমতায় আসতে চলেছেন।’ কুমিল্লার একটি ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইনের ছবিও তারা সঙ্গে ছেপেছে।

অর্থনীতি-বিষয়ক দৈনিক ‘দ্য ইকোনমিক টাইমস’ শিরোনাম করেছে ‘বাংলাদেশের সংসদীয় নির্বাচনে ভোট পড়েছে মাত্র ৪০ শতাংশ।’ শেখ হাসিনার একটি ছবি দিয়ে তারা অবশ্য এটাও জানিয়েছে – তিনিই আবার ক্ষমতায় ফিরছেন!