৪ ম্যাচ খেলেই অবসরের ঘোষণা ক্লাসেনের

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারী ২০২৪, ১৪:২৭
শেয়ার :
৪ ম্যাচ খেলেই অবসরের ঘোষণা ক্লাসেনের

দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র ৪টি টেস্ট খেলেই এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন হেনরিখ ক্লাসেন। তবে টেস্টকে বিদায় বললেও তিনি প্রোটিয়াদের হয়ে সীমিত ওভারের ক্রিকেট চালিয়ে যেতে চান।

২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে ৩২ বছর বয়সী ক্লাসেন দ.আফ্রিকার ৪টি টেস্ট খেলেন। যেখানে সদ্য শেষ হওয়া ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজের দলে না থাকলেও তিনি ভবিষ্যতের টেস্ট পরিকল্পনায় আছেন, এমন জানিয়েছিলেন কোচ শুকরি কনরাড। তবে ক্লাসেন সরে দাঁড়ানোর সিদ্ধান্তই নিলেন।

অবসর প্রসঙ্গে ক্লাসেন এক বিবৃতিতে বলেন, ‘সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কি না, সেটা ভেবে কয়েকটি নির্ঘুম রাত কাটানোর পর আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এটা কঠিন সিদ্ধান্ত, কারণ ক্রিকেটে বেশ বড় ব্যবধানে এটি আমার সবচেয়ে প্রিয় সংস্করণ।’

তিনি আরো বলেন, ‘মাঠে এবং মাঠের বাইরে যে লড়াইয়ের মুখোমুখি হয়েছি, সেগুলোই আমাকে আজকের ক্রিকেটার বানিয়েছে। দারুণ একটি ভ্রমণ ছিল এবং আমি দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত। যেগুলো পেয়েছি, এর মধ্যে আমার ব্যাগি টেস্ট ক্যাপটিই সবচেয়ে মূল্যবান।’

৪ ম্যাচে ক্লাসেন অবশ্য নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি। ৮ ইনিংসে করেছেন মাত্র ১০৪ রান। ২০১৯ সালে রাঁচিতে ভারতের বিপক্ষে অভিষেকের তিন বছরেরও বেশি সময় পর গত বছর ক্লাসেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টটি খেলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে। এরপর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন দুটি।