পাঁচ মাস পর ফেরা ডি ব্রুনাইকে নিয়ে সিটির বড় জয়

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারী ২০২৪, ১১:১৭
শেয়ার :
পাঁচ মাস পর ফেরা ডি ব্রুনাইকে নিয়ে সিটির বড় জয়

দীর্ঘ পাঁচ মাস পর ম্যানচেস্টার সিটির হয়ে মাঠে ফিরলেন কেভিন ডি ব্রুইনা। ফেরার ম্যাচে একটি গোলে অ্যাসিস্টও করলেন এই তারকা। যেখানে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে রবিবার ঘরের মাঠে হাডার্সফিল্ড টাউনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গায়ার্দিওলার শিষ্যরা।

এর আগে গত অগাস্টে প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে বার্নলির বিপক্ষে সিটির ৩-০ গোলে জয়ের ম্যাচে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়েছিলেন ডি ব্রুইনা। হ্যামস্ট্রিংয়ের ওই চোটে লম্বা সময় তাকে কাটাতে হয় মাঠের বাইরে।

বিরতির পর ডি ব্রুইনা বদলি নামেন। তবে সিটি ততক্ষণে ২-০ গোলে এগিয়ে গেছে। পরের মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে আরও। ৬৫তম মিনিটে স্কোরলাইন হয়ে যায় ৪-০। ৭৪তম মিনিটে ডি ব্রুইনার ওই অ্যাসিস্ট। রিকো লুইসের পাস ডান দিকের বাইলাইনের কাছে পেয়ে ক্রস বাড়ান তিনি। আর পেনাল্টি স্পটের কাছাকাছি থেকে হাফ ভলিতে দলের পঞ্চম গোলটি করেন ডে ব্রুইনের জাতীয় দলের সতীর্থ জেরেমি ডোকু।

হাডার্সফিল্ডের বিপক্ষে জোড়া গোল করে সিটির নায়ক ফিল ফোডেন। প্রথমার্ধে একটি গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেস।