ম্যাকগ্রার পরিবারের নারী সদস্যদের সঙ্গে হাত মেলাননি রিজওয়ান
সিডনি ক্রিকেটে গ্রাউন্ডে ৩ ম্যাচের টেস্ট সিরিজের শেষটিতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এই জয়ে সফরকারীদের হোয়াইটওয়াশ করে ছাড়ল প্যাট কামিন্সের দল। ম্যাচের পর হার ছাপিয়ে আলোচনায় পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রার পরিবারের নারী সদস্যদের সঙ্গে হাত মেলাননি রিজওয়ান।
স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি আছে ম্যাকগ্রা ফাউন্ডেশনের। সিডনি টেস্টের পর মাঠে উপস্থিত হয়েছিল ম্যাকগ্রার পরিবার। মূলত, ম্যাকগ্রার স্ত্রী জেনের মৃত্যুর পরই এমন উদ্যোগ নেয় তার পরিবার। ২০০৮ সালে ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা যান জেন। এর পর থেকে যারা ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন, তাদের জন্য শুরু হয় ম্যাকগ্রা ফাউন্ডেশন।
বিগত কয়েক বছর ধরেই জানুয়ারিতে সিডনিতে খেলা টেস্ট এই ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত হয়। স্তন ক্যান্সার নিয়ে মহিলাদের লড়াইকে সম্মান জানাতে এই টেস্টে দুই দলের খেলোয়াড়রা গোলাপি টুপি পরে খেলেন এবং জার্সির নম্বরগুলোও থাকে একই রঙের।
গতকাল শনিবার সিডনি টেস্টের পর দুই দলের খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন ম্যাকগ্রার পরিবারের সদস্যরা। তাদের সঙ্গে পাকিস্তান দলের সবাই হাত মেলালেও নিজেকে বিরত রেখেছেন রিজওয়ান। তবে সৌজন্যতা দেখাতে ভোলেননি এই উইকেটকিপার ব্যাটার। হাত জোড় করে সৌজন্যতা দেখান তিনি। ম্যাকগ্রা পরিবারের নারী সদস্যরাও হাতজোড় করেন।