মৃত্যুর ৩ বছর পর মামলা থেকে মুক্ত ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক
০৬ জানুয়ারী ২০২৪, ১৩:১৭
শেয়ার :
মৃত্যুর ৩ বছর পর মামলা থেকে মুক্ত ম্যারাডোনা

২০২০ সালের নভেম্বরে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। তারও প্রায় তিন বছর পর কর ফাঁকির মামলা থেকে মুক্তি পেলেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। 

গতকাল শুক্রবার মামলা নিষ্পত্তির খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স। দীর্ঘ প্রায় ৩০ বছরের লড়াইয়ের পর এমন সিদ্ধান্তে এসেছেন আদালত। নাপোলিতে খেলা সাবেক এই ফুটবলারের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনেছিল ইতালির রাজস্ব কর্তৃপক্ষ। 

ম্যারাডোনার বিরুদ্ধে অভিযোগ ছিল, ব্যক্তিগত ইমেজ স্বত্বের জন্য ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত নাপোলি ক্লাব থেকে যে অর্থ ম্যারাডোনা পেয়েছেন, সেটি প্রক্সি কোম্পানি ব্যবহার করে ফাঁকি দিয়েছেন তিনি। রায়ের পর ম্যারাডোনার আইনজীবী বলেন, ‘ফুটবলের মহানায়ক এখন সব অভিযোগ থেকে মুক্ত।’

নাপোলি ও আর্জেন্টাইনদের কাছে ‘ফুটবল ঈশ্বর’ হিসেবে পরিচিত ম্যারাডোনার বিরুদ্ধে তদন্ত শুরু হয় ১৯৯০ সালের দিকে। পরে ৩ কোটি ৭০ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ আনা হয়। ইতালি সফরের সময় বাজেয়াপ্ত করা হয় তার সম্পদ। তবে শেষ পর্যন্ত এই অভিযোগ সত্য প্রমাণিত হয়নি। 

নাপোলি ছিল ফুটবল ঈশ্বর ম্যারাডোনার ক্যারিয়ারের উজ্জ্বলতম অধ্যায়। তিনি নাপোলিকে উজাড় করে দিয়েছেন, সেই সঙ্গে নাপোলিও তাকে চিরদিন মনে রাখার জন্য তার গায়ে জড়ানো ১০ নাম্বার জার্সি কাউকে কখনো দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তার মৃত্যুর পর নাপোলির 'সাম পাওলো' স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয় ‘দিয়েগো আরমানদো ম্যারাডোনা স্টেডিয়াম’।