অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়া জামাল মনে করালেন ইমরান খানকেও
অস্ট্রেলিয়া সফরে গিয়ে একদমই সুবিধা করতে পারছে না পাকিস্তান। পার্থ ও মেলবোর্নে ৩ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুইটিতে হেরে এরই মধ্যে খুইয়েছে সিরিজ। সিডনিতে চলমান তৃতীয় ও শেষ টেস্টেও হারের মুখে শান মাসুদের দল। ব্যর্থ দলের বেশিরভাগ ক্রিকেটার। তবে এর মধ্যে উজ্জ্বল ব্যতিক্রম পেস বোলিং অলরাউন্ডার আমের জামাল।
এই সিরিজেই অভিষেক হয় আমের জামালের। ৩ ম্যাচে সবমিলিয়ে ১৮ উইকেট শিকার করে নিয়েছেন ২৭ বছর বয়সী এই পেসার। তিন বা তার চেয়ে কম টেস্টের সিরিজে এত উইকেট নিতে পারেননি পাকিস্তানের আর কোনো বোলার।
জামাল মনে করালেন পাকিস্তানের কিংবদন্তি পেস বোলিং অলরাউন্ডার ইমরান খানকেও। চলমান সিডনি টেস্টের প্রথম ইনিংসে দলের বিপদের মুহূর্তে ৮২ রানের ইনিংস খেলেন জামাল। তার এই অবদানেই ৩১৩ রান করতে পারে পাকিস্তান। এরপর অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ধ্বংসযজ্ঞ চালান জামাল। ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে আটকে রাখেন ২৯৯ রানে। ১৪ রানের লিড পায় ডানহাতি এই পেসারের দল।
একই ম্যাচে আশির বেশি রান ও ৬ উইকেটের রেকর্ড; এতদিন একমাত্র পাকিস্তানি হিসেবে রেকর্ডটি ছিল ইমরান খানের। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন জামাল। ১৯৮৩ সালে ভারতের বিপক্ষে এই রেকর্ড করেছিলেন ইমরান।
প্রসঙ্গত, ১৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। ৬৮ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছে দলটি। লিড এখন ৮২ রানের।