বড় জয়ে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে জুভেন্টাস
ঘরের মাঠে সালের্নিতানাকে ৬-১ গোলে হারিয়ে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে উঠেছে জুভেন্টাস। দলের হয়ে ফ্যাবিও মিরেত্তি, আন্দ্রিয়া ক্যামবিয়াসো, ড্যানিয়েল রুগানি, ডিলন ব্রোন ডিলন ব্রোন (আত্মঘাতি), কেনান ইলডিজ ও টিমোথি উইয়ার একটি করে গোল করেন। অন্যদিকে সালের্নিতানার হয়ে একটি গোল করেন ইকুয়েমেসি।
বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের মাঠে প্রথম মিনিটেই ডিফেন্ডার ফ্রেড্রেরিকো গাত্তির ভুলে গোল করে সালের্নিতানাকে লিড এনে দেন ইকুয়েমেসি। এর পর আর খেলায় ফিরতে পারেনি সালের্নিতানা।
ম্যাচের ১২ মিনিটে কিয়েসার বুদ্ধিদীপ্ত পাসে জুভেন্টাসের হয়ে গোলের খাতা খোলেন ফ্যাবিও মিরেত্তি। ৩৫ মিনিটে কিয়েসার করা কর্নার থেকে গোল করে দলকে লিড এনে দেন আন্দ্রিয়া ক্যামবিয়াসো। ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জুভেন্টাস।
দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে কিয়েসার বাড়িয়ে দেওয়া বলে ব্যবধান ৩-১ করেন ড্যানিয়েল রুগানি। ৭৫ মিনিটে ডিলন ব্রোনের আত্মঘাতি গোলে ম্যাচ থেকে একেবারেই ছিটকে পড়ে সালের্নিতানা। ৮৮ মিনিটে তরুণ সেনসেশন কেনান ইলডিজ একক প্রচেষ্টায় দারুণ এক গোল করেন। অতিরিক্ত সময়ে টিমোথি উইয়ার দুরপাল্লার শট জাল খুঁজে পেলে ৬-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে জুভরা।