মোরাতার হ্যাটট্রিকেও ৭ গোলের থ্রিলারে শেষ হাসি জিরোনার
নামে-ভারে কিংবা ট্রফিতে এগিয়ে থাকলেও চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগায় অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে এগিয়ে থেকেই মাঠে নেমেছিল জিরোনা। বুধবার রাতে সেই ব্যবধান আরও বাড়িয়ে নিল দলটি।
এদিন, অ্যাতলেতিকোর বিরুদ্ধে ৪-৩ গোলের জয় তুলে নেয় জিরোনা। বিফলে যায় অ্যাতলেতিকোর হয়ে করা আলভারো মোরাতার হ্যাটট্রিক। প্রায় সাড়ে ছয় বছর পর হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখান মোরাতা।
এই জয়ে অ্যাতেলেতিকোর থেকে লা লিগায় নিজেদের পয়েন্ট ব্যবধান আরও বাড়াল জিরোনা। ১৯ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ পয়েন্ট জিরোনার। আছে তালিকার দুইয়ে। সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে শীর্ষস্থানে রিয়াল মাদ্রিদ। আর ১৯ ম্যাচে ১২ জয় ও ২ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার তিনে অ্যাতলেতিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা একই পয়েন্ট নিয়ে তালিকার চারে।
৭ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে এদিন প্রথমে এগিয়ে যায় জিরোনাই। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটে গোল দেন স্প্যানিশ ফুলব্যাক ভ্যালেরি ফার্নান্দেজ। ১৪তম মিনিটে সেই গোল শোধ দেন মোরাতা। ২৬ মিনিটি আবারও জিরোনা এগিয়ে যায়। গোল করেন ব্রাজিলের ১৯ বছর বয়সী ফরোয়ার্ড স্যাভিও। ৩৯তম মিনিটে ব্যবধান ৩-১ করেন ডাচ মিডফিল্ডার ডেলি ব্লাইন্ড। তবে ব্যবধান কমাতে সময় নেননি মেরারাত। ৪৪তম মিনিটে এক গোল শোধ দেন। ৩-২ ব্যবধান নিয়েই প্রথমার্ধ শেষ করে দুই দল।
দ্বিতীয়ার্ধে আবারও দেখা গেল মোরাতা শো। ৫৪তম মিনিটে নিজের হ্যাটট্রিকের সঙ্গে সঙ্গে দলকেও নিয়ে আসেন সমতায়। তবে ম্যাচ যখন শেষ হয়ে আসছিল, তখন ৯১তম মিনিটে জটলার ভেতর থেকে অ্যাতলেতিকোর জালে বল পাঠান ইভান মার্তিন।