রিয়ালের দেওয়া শেফকে বরখাস্ত করলেন বেলিংহ্যাম
জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড থেকে এই মৌসুমেই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন জুডে বেলিংহ্যাম। দুরন্ত পারফরম্যান্সে সান্তিয়াগো বার্নাব্যুতে স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন এই ইংলিশ মিডফিল্ডার। তবে রিয়ালের পক্ষ থেকে তাকে দেওয়া শেফ নিয়ে খুশি নন বেলিংহ্যাম। তাইতো, মৌসুমের মাঝপথেই বরখাস্ত করে দিয়েছেন তাকে।
এতদিন বেলিংহ্যামের খাবার প্রস্তুত করার দায়িত্বে ছিলেন আলবের্তো মাস্ত্রোমাত্তেও নামের ওই শেফ। তার প্রস্তুত করা খাবার নিয়ে অসন্তুষ্ট ছিলেন বেলিংহ্যাম। পরে, মায়ের সঙ্গে আলোচনা করে তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন এই ইংলিশ তারকা।
জনপ্রিয় ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডটকমের তথ্য অনুযায়ী, বরখাস্ত হওয়া মাস্ত্রোমাত্তেও এর আগে করিম বেনজেমার ডায়েট পরিচালনা করতেন। তাকে বরখাস্ত করার পর এখন নতুন করে একজন শেফ খুঁজছেন ২০ বছর বয়সী বেলিংহ্যাম।
বড়দিনের ছুটি থেকে এসেই এই সিদ্ধান্ত নিয়েছেন বেলিংহ্যাম। ছুটিতে পরিবারের সঙ্গে ভালো সময়ই কাটিয়েছেন তিনি। সান্ডারল্যান্ডের হয়ে খেলা ছোটভাই জোবে বেলিংহ্যামের ম্যাচ দেখেছেন। এছাড়া ক্রিকেট ও ডার্টস খেলতেও দেখা গেছে এই তারকাকে।
চলতি মৌসুমে ২১ ম্যাচ খেলা বেলিংহ্যাম রিয়ালের হয়ে ২২ গোলে অবদান রেখেছেন। আজ বুধবার দিবাগত রাতে লা লিগায় মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরবেন এই মিডফিল্ডার। বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে আছে তার ক্লাব রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে এই মৌসুমের চমক জিরোনা।