১৫ ম্যাচ পরেই বহিষ্কার রুনি

স্পোর্টস ডেস্ক
০২ জানুয়ারী ২০২৪, ১৭:২৪
শেয়ার :
১৫ ম্যাচ পরেই বহিষ্কার রুনি

চ্যাম্পিয়নশিপের ক্লাব বার্মিংহাম সিটিতে কোচ হিসেবে যোগ দেওয়ার ৮৩ দিনের মাথায় বহিষ্কার হলে ওয়েন রুনি। বিবিসির খবরে বলা হয়, গত ১১ অক্টোবর কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ৩৮ বছর বয়সী রুনি। যেখানে তৎকালীন কোচ জন ইউসট্যাককে বিতর্কিতভাবে সরিয়ে দেওয়া হয়েছিল। সেসময় দলটি পয়েন্ট টেবিলে ষষ্ঠস্থানে ছিল।

তবে রুনি যোগদানের পর থেকে বার্মিংহামের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। সবশেষ লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-০ গোলে হেরে ২০-এ নেমে যায় দলটি। তার অধীনে ১৫ ম্যাচের ৯টিতেই হারে বার্মিংহাম।

ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক এর আগে ডার্বি কাউন্টি ও মেজর লিগ সকারের দল ডিসি ইউনাইটেডের কোচ ছিলেন।