শাহরুখ-প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে যে তালিকায় শীর্ষে কোহলি

স্পোর্টস ডেস্ক
০২ জানুয়ারী ২০২৪, ১৫:৫৫
শেয়ার :
শাহরুখ-প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে যে তালিকায় শীর্ষে কোহলি

ভারতের হয়ে বিশ্বকাপ ও আইসিসি টেস্ট ফাইনালে হেরে গেছেন বিরাট কোহলি। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে ২০২৩ সালে ঠিকই উজ্জ্বল ছিলেন এই তারকা ব্যাটার। টেস্ট ও ওয়ানডেতে ব্যাটে হাতে নিজেকে মেলে ধরেছেন সাবেক অধিনায়ক। এরই ধারাবাহিকতায় এবার এশিয়ান সেলিব্রিটিদের মধ্যে দুর্দান্ত এক সফলতা পেলেন বিরাট।

২০২৩ সালে এশিয়ান সেলিব্রিটিদের মধ্যে এতদিন পর্যন্ত এগিয়ে ছিলেন শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া। তবে এবার উইকিপিডিয়া পেজ সার্চের তালিকায় দুই তারকাকে পেছনে ফেললেন বিরাট। তালিকা অনুসারে এই মুহূর্তে এশিয়ার সবচেয়ে ব্যক্তিত্ব হলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমে বরাতে জানা যায়, ১০.৭ মিলিয়নেরও বেশি মানুষ কোহলির উইকিপিডিয়া পেজ দেখেছেন। সেখানে শাহরুখের উইকিপিডিয়া পেজ সার্চের সংখ্যা ৭.৭ মিলিয়ন। এই তালিকার তিন নম্বরে রয়েছেন প্রিয়াঙ্কা। তার উইকিপিডিয়া পেজ সার্চের সংখ্যা ৬.৫ মি‌লিয়ন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিরাটের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর পরেই তার ভক্ত সংখ্যা সবচেয়ে বেশি। একইসঙ্গে জনপ্রিয়তার নিরিখে এবার বলিউডের সেলিব্রিটিদেরও পেছনে ফেললেন।