রাতে দেশে ফিরছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক
০১ জানুয়ারী ২০২৪, ২১:২৭
শেয়ার :
রাতে দেশে ফিরছে বাংলাদেশ দল

নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথমবারের মতো জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে তো ড্র করেছে টাইগাররা। মনে রাখার মতো এই সিরিজ শেষে আজ রাতে দেশে ফিরছেন শান্ত-সৌম্যরা।

আজ সোমবার রাত সাড়ে দশটা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে দল। বিসিবি সূত্রে এই খবর পাওয়া গেছে।

ভারত বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলে বাংলাদেশ। এরপর কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি অ্যাওয়ে সিরিজ খেলতে গেল ডিসেম্বরে দেশ ছেড়েছিল লাল-সবুজের দল।

গত ২৩ ডিসেম্বর নেপিয়ারে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইতিহাস গড়া জয় পায় সফরকারীরা। প্রথমে ব্যাট করতে নেমে শরিফুল ইসলাম-তানজিম সাকিবদের পেস আগুনে পুড়ে ছাই হয় কিউই ব্যাটাররা! পুরো দল মিলে স্কোরবোর্ডে একশ রানও তুলতে পারেনি স্বাগতিকরা—অলআউট হয়েছে মোটে ৯৮ রানে।

এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। সেই নেপিয়ারে স্বাগতিকদের ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কবলে পড়ে পরিত্যক্ত হয়, এরপর অবশ্য শেষ ম্যাচে ১-১ ব্যবধানে জিতে সমতায় শেষ করে নিউজিল্যান্ড।